খবর ২৪ ঘণ্টা ডেস্ক:কাশ্মীর ইস্যুতে এখনও উত্তেজনা বিরাজ করছে ভারত-পাকিস্তান সীমান্তে। তারই জের ধরে ভারতীয় বিমানবাহিনী জরুরি ভিত্তিতে ক্ষেপণাস্ত্র কেনার জন্য দেশটির সরকারের প্রতি আহ্বান জানিয়েছে। ভারতীয় একটি দৈনিক এবং রাশিয়ার একটি সংবাদ মাধ্যম এ খবর দিয়েছে বলে জানায় পার্সটুডে।
এতে বলা হয়েছে, কাশ্মীর সীমান্তের কাছাকাছি পাকিস্তানের এফ-১৬
যুদ্ধবিমানের বহর মোতায়েনকে কেন্দ্র করে ভারতীয় বিমানবাহিনীর টহল বেড়ে
গেছে। আকাশযুদ্ধে ব্যবহারযোগ্য ক্ষেপণাস্ত্রসহ সব ধরণের সমরাস্ত্রে
পুরোপুরি সজ্জিত হয়ে এ সব টহল দেয়া হয়।
ভারত সরকারের শীর্ষ সূত্র থেকে বলা হয়েছে, এ সব ক্ষেপণাস্ত্রের আয়ু সীমিত।
এগুলো যখন বাক্সবন্দি হয়ে থাকে তখন বছর গুণে আয়ুর হিসাব করা হয়। কিন্তু
যুদ্ধবিমানে টহল দেয়ার জন্য এসব ক্ষেপণাস্ত্র বহন করা হলে তাতে
ক্ষেপণাস্ত্রের খোল বা শেলের আয়ু কমে যায়।
উল্লেখ্য, গত মাসের শেষের দিকে পাকিস্তানের সঙ্গে আকাশ যুদ্ধকে কেন্দ্র
করে ভারতীয় বিমানবাহিনী উচ্চ সতর্কাবস্থা বজায় রেখেছে। এছাড়া সীমান্তের
দুপাশেই বিমানবাহিনীর তৎপরতা অনেক বেড়ে গেছে। বিশেষ করে রাতের টহল তৎপরতা
বেড়েছে।
সূত্র: পার্সটুডে
খবর২৪ঘণ্টা, জেএন
উপদেষ্টা সম্পাদক: নজরুল ইসলাম জুলু, প্রকাশক ও সম্পাদক : নাজমুল ইসলাম জিম, অফিস : আর,ডি,এ মার্কেট ২য় তলা,সাহেব বাজার, ঘোড়ামারা, বোয়ালিয়া, রাজশাহী। ই-মেইল:- [email protected], মোবাইল: ০১৭১১-৯৪৩৪৭১, ০১৭১৫০৫৭৪৪০