পাকিস্তানের কয়লা সমৃদ্ধ উত্তর-পশ্চিমাঞ্চলে দুই উপজাতি গোষ্ঠীর মধ্যে এক দশক ধরে চলা জমি সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে এক সংঘর্ষে ১৬ জন নিহত হয়েছে। মঙ্গলবার পুলিশ এ কথা জানায়।
দীর্ঘদিনের ভুমি বিরোধের জেরে, সোমবার আখোরওয়াল উপজাতি একটি উঁচু অবস্থান থেকে সুনিখেল উপজাতির উপর গুলি চালায়। স্থানীয় পুলিশের মুখপাত্র ফজল নাঈম এএফপিকে বলেন, ‘সংঘর্ষে সুনিখেল উপজাতির ১২ জন ও আখোরওয়াল উপজাতির ৪ ব্যক্তি নিহত এবং অপর চারজন আহত হয়েছে। এক সিনিয়র পুলিশ কর্মকর্তা ফারহান খান এএফপিকে জানান, শক্তিশালী আগ্নেয়াস্ত্রে সজ্জিত উপজাতিদের কয়েক মিনিটের সহিংস সংঘর্ষে উল্লেখযোগ্য সংখ্যক লোক হতাহত হয়েছে।
বৃহত্তম কয়লার মজুদ অধ্যুসিত অঞ্চলটিতে উপজাতিদের মধ্যে বিরোধ রয়েছে। নিরাপত্তা উদ্বেগ ও নিয়ন্ত্রক তদারকির অভাব সত্ত্বেও, এই এলাকার খনি স্থানীয় সম্প্রদায়ের কর্মসংস্থান ও আয়ের একটি গুরুত্বপূর্ণ উৎস।
বিএ/
উপদেষ্টা সম্পাদক: নজরুল ইসলাম জুলু, প্রকাশক ও সম্পাদক : নাজমুল ইসলাম জিম, অফিস : আর,ডি,এ মার্কেট ২য় তলা,সাহেব বাজার, ঘোড়ামারা, বোয়ালিয়া, রাজশাহী। ই-মেইল:- [email protected], মোবাইল: ০১৭১১-৯৪৩৪৭১, ০১৭১৫০৫৭৪৪০