খবর২৪ঘণ্টা,আন্তর্জাতি ডেস্ক: পাকিস্তানের বেলুচিস্তানে অনুষ্ঠান চলাকালে একটি গির্জায় হামলা চালিয়েছে সন্ত্রাসীরা। এ হামলায় ৮ জন নিহত ও কমপক্ষে ৪৪ জন আহত হয়েছে।
রোববার বেলুচিস্তান প্রদেশের জর্গ রোডের বেথেল মেমোরিয়াল চার্চে এ হামলা চালায় সন্ত্রাসীরা।
বেলুচিস্তান প্রদেশের পুলিশ ইন্সপেক্টর মোয়াজ্জেম আনসারি জানিয়েছেন, হামলার সময় গির্জার নিকট ৪০০ মানুষের সমাগম ছিল। হামলার পর নিরাপত্তা বাহিনী গির্জাটি পরিষ্কার করেছে।
বন্দুকের গুলির আওয়াজ শুনেই এই এলাকার নিরাপত্তা বাহিনী দ্রুতগতিতে হামলার মোকাবেলা করে। বিস্ফোরণের পর সন্ত্রাসী ও নিরাপত্তা বাহিনীর মধ্যে গোলাগুলির ঘটনা ঘটেছে। এসময় গণমাধ্যম কর্মীদেরকে ওই স্থান থেকে অন্য সাইটে চলে যেতে নির্দেশ দেয়া হয়।
হামলার পর সব হাসপাতালে জরুরি অবস্থা জারি করা হয়। বর্তমানে গির্জায় উদ্ধার অভিযান চলছে।
খবর২৪ঘণ্টা.কম/রখ
উপদেষ্টা সম্পাদক: নজরুল ইসলাম জুলু, প্রকাশক ও সম্পাদক : নাজমুল ইসলাম জিম, অফিস : আর,ডি,এ মার্কেট ২য় তলা,সাহেব বাজার, ঘোড়ামারা, বোয়ালিয়া, রাজশাহী। ই-মেইল:- [email protected], মোবাইল: ০১৭১১-৯৪৩৪৭১, ০১৭১৫০৫৭৪৪০