খবর২৪ঘণ্টা ডেস্ক: সন্ত্রাস দমনে ব্যর্থতার অভিযোগ এনে পাকিস্তানে অর্থ সহায়তা বন্ধের ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্র। দেশটির সেনা বাহিনী জানিয়েছে, উগ্রবাদ ও সন্ত্রাস দমনে ব্যর্থ হওয়ায় পাকিস্তানে ৩০০ মিলিয়ন ডলার অর্থ সহায়তা বন্ধ করা হয়েছে।
যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মাইক পাম্পেও এবং পাকিস্তানের নয়া প্রধানমন্ত্রী ইমরান খানের বৈঠকের আগ মুহূর্তে অর্থ সহায়তা বন্ধের এই ঘোষণা দিয়েছে মার্কিন সেনাবাহিনী। এর আগে পাকিস্তানে সামরিক খাতে এই অর্থ সহায়তা স্থগিত করেছিল যুক্তরাষ্ট্র।এর আগে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও কোটি কোটি ডলার অর্থ সহায়তা নিয়ে পাকিস্তান যুক্তরাষ্ট্রের সঙ্গে প্রতারণা করছে বলে অভিযোগ করেছেন।
ট্রাম্প প্রশাসনের অভিযোগ, ইসলামাবাদ প্রতিবেশি দেশ আফগানিস্তানের সন্ত্রাসীদের আশ্রয় দিচ্ছে। আফগান তালেবান ও হাক্কানি গ্রুপ পাকিস্তানের মাটিতে বসে সন্ত্রাসী কার্যক্রম চালাচ্ছে। পাকিস্তান হলো সন্ত্রাসীদের ‘স্বর্গ রাজ্য’। তবে ট্রাম্প প্রশাসনের এ অভিযোগ অস্বীকার করে আসছে পাকিস্তান।
সূত্র: বিবিসি
উপদেষ্টা সম্পাদক: নজরুল ইসলাম জুলু, প্রকাশক ও সম্পাদক : নাজমুল ইসলাম জিম, অফিস : আর,ডি,এ মার্কেট ২য় তলা,সাহেব বাজার, ঘোড়ামারা, বোয়ালিয়া, রাজশাহী। ই-মেইল:- [email protected], মোবাইল: ০১৭১১-৯৪৩৪৭১, ০১৭১৫০৫৭৪৪০