আন্তর্জাতিক ডেস্ক এক সেনা সদস্যের মৃত্যুর ঘটনায় ‘বদলা’ নিতে পাকিস্তানের একটি সেনা চৌকি ধ্বংস করেছে ভারত। বৃহস্পতিবার এ হামলা চালানো হয়। খবর- ইন্ডিয়া টাইমস।
এর আগে বুধবার রাতে রাজৌরিতে পাকিস্তানের ছোড়া গোলায় ভারতীয় এক জওয়ান নিহন হন। এর প্রতিশোধ নিতেই ভারতীয় বাহিনী পাল্টা হামলা চালায়।
ভারতীয় সংবাদমাধ্যম জানায়, যুদ্ধবিরতি লঙ্ঘন করে স্থানীয় সময় বুধবার রাত ১০ থেকে ১১টা পর্যন্ত সীমান্তের ওপার থেকে গোলাবর্ষণ করে পাকিস্তান। একের পর এক মর্টার শেল দিয়ে হামলা চালানো হয়। সে সময় জম্মু-কাশ্মীরের পুঞ্চ ও কাঠুয়া জেলার মাঞ্জাকোট, কেরি, বালাকোট ও করোল মৈত্রান সেক্টরেও একই সঙ্গে গোলাবর্ষণ করে পাকিস্তান।
এ ঘটনায় ভারতীয় জওয়ান নিহত হওয়ার কয়েক ঘণ্টার মধ্যেই পাল্টা হামলা চালায় ভারত। নির্দিষ্ট লক্ষ্যবস্তুতে আঘাত করে রাজৌরি সেক্টরে একাধিক পাকিস্তানি সেনাচৌকি ধ্বংস করা হয়।
এদিকে ভারতীয় সেনাবাহিনীর দাবি, চলতি বছরের শুরু থেকে এখন পর্যন্ত ২ হাজার ২৭ বার যুদ্ধবিরতি লঙ্ঘন করেছে পাকিস্তান।খবর২৪ঘন্টা /এবি
উপদেষ্টা সম্পাদক: নজরুল ইসলাম জুলু, প্রকাশক ও সম্পাদক : নাজমুল ইসলাম জিম, অফিস : আর,ডি,এ মার্কেট ২য় তলা,সাহেব বাজার, ঘোড়ামারা, বোয়ালিয়া, রাজশাহী। ই-মেইল:- [email protected], মোবাইল: ০১৭১১-৯৪৩৪৭১, ০১৭১৫০৫৭৪৪০