খবর২৪ঘণ্টা,আন্তর্জাতি ডেস্ক: নাম তার মারভিয়া মালিক। তিনিই পাকিস্তানের প্রথম হিজড়া সংবাদ পাঠিকা। দেশটির একটি বেসরকারি টিভি চ্যানেলে প্রথমবারের মতো খবর পাঠ করেছেন মারভিয়া।
তৃতীয় লিঙ্গের এই সংবাদ পাঠিকা সাংবাদিকতা বিভাগে স্নাতক পাশ করেছেন।
তিনি বলেন, 'আমাকে যখন চাকরির প্রস্তাব দেওয়া হয়, আমি আনন্দে চিৎকার করে কেঁদে ফেলেছিলেন। আমি স্বপ্ন দেখেছিলাম। এখন স্বপ্ন পূরণের পথে সিঁড়ির প্রথম ধাপে পা দিয়েছি।'
মারভিয়া বলেন, 'আমার পরিবার আমাকে অস্বীকার করেছে। কিন্তু আমার দেশ দুই হাত খুলে আমাকে স্বাগত জানিয়েছে।'
জানা গেছে, মারভিয়া পাকিস্তানি ফ্যাশন জগতে একজন মডেল হিসেবে পরিচিত। শুক্রবার দেশটির ব্যক্তিমালিকানাধীন নিউজ চ্যানেল কোহিনূর-এ সংবাদ পাঠ করেন তিনি।
কোহিনূরের মালিক জুনাইদ আনসারি জানান, তারা মারভিয়াকে যোগ্যতার ভিত্তিতে নির্বাচিত করেছেন। এখানে লিঙ্গ কোনো বিষয় ছিল না।
প্রসঙ্গত, পাকিস্তানে হিজড়াদের নানা ধরনের বৈষম্যের শিকার হতে হয়। চাকরি যোগাড় করতেও তাদের অনেক লড়াই করতে হয়।পাকিস্তান সিনেট গত মাসে হিজড়াদের পক্ষে একটি বিল অনুমোদন করেছে। সেই বিলে হিজড়া সম্প্রদায়ের অধিকার সুরক্ষার পাশপাশি তাদের নিজেদের লিঙ্গ পরিচয় প্রকাশের অনুমতি দেওয়া হয়েছে।
খবর২৪ঘণ্টা.কম/রখ
উপদেষ্টা সম্পাদক: নজরুল ইসলাম জুলু, প্রকাশক ও সম্পাদক : নাজমুল ইসলাম জিম, অফিস : আর,ডি,এ মার্কেট ২য় তলা,সাহেব বাজার, ঘোড়ামারা, বোয়ালিয়া, রাজশাহী। ই-মেইল:- [email protected], মোবাইল: ০১৭১১-৯৪৩৪৭১, ০১৭১৫০৫৭৪৪০