খবর২৪ঘণ্টা,আন্তর্জাতি ডেস্ক: পাকিস্তানি সেনাবাহিনীর গোলাবর্ষণে কাশ্মীর সীমান্তে দুই ভারতীয় সেনা নিহত হয়েছে। ভারত নিয়ন্ত্রিত রাজৌরি জেলার সুন্দরবনি সেক্টরের লাইন অব কন্ট্রোলে সোমবার রাতে এ ঘটনা ঘটে।
ভারতীয় সেনাবাহিনীর মুখপাত্র কর্নেল নিটিন জোশি বলেন, পাকিস্তানি বাহিনী নিয়ন্ত্রণরেখা বরাবর সুন্দরবানী সেক্টরে রাতে মর্টার ও স্বয়ংক্রিয় রাইফেল দিয়ে এ হামলা চালায়।-খবর ইন্ডিপেন্ডেন্ট অনলাইন। তিনি আরো বলেন, তারা বিনা উসকানিতে তারা নির্বিচার গুলি চালিয়েছে। আমরাও তীব্রভাবে এর পাল্টা জবাব দেব।
এ নিয়ে পাকিস্তানের কাছ থেকে অবশ্য কোনো বক্তব্য পাওয়া যায়নি। চলতি বছরে বন্ধুর ও পাহাড়ি নিয়ন্ত্রণরেখায় দুই দেশের মধ্যে ব্যাপক গোলাগুলির ঘটনা ঘটেছে। যার ফলে অধিবাসীকে কয়েক হাজার সীমান্ত নিরাপদ আশ্রয়ে নিয়ে যেতে হয়েছে।
খবর২৪ঘণ্টা.কম/রখ
উপদেষ্টা সম্পাদক: নজরুল ইসলাম জুলু, প্রকাশক ও সম্পাদক : নাজমুল ইসলাম জিম, অফিস : আর,ডি,এ মার্কেট ২য় তলা,সাহেব বাজার, ঘোড়ামারা, বোয়ালিয়া, রাজশাহী। ই-মেইল:- [email protected], মোবাইল: ০১৭১১-৯৪৩৪৭১, ০১৭১৫০৫৭৪৪০