খবর২৪ ঘণ্টা, স্পোর্টস, ডেস্ক: দলে সুযোগ না পেয়ে আত্মহত্যা করেছেন জারিয়াব নামের পাকিস্তানি এক ক্রিটেকার। ইনজুরির কারণে এর আগে দল থেকে বাদ পড়েছিলেন তিনি। সুস্থ হয়ে যখন ঠিক তখনই জানানো হয়- বয়স বেশি বলে করাচির অনূর্ধ্ব-১৯ দলে নেয়া হবে না তাকে। তার অকাল মৃত্যুর জন্য দলে সুযোগ না পাওয়াকে দায়ী করছেন কোচের অবহেলাকে।
সামাজিক যোগাযোগমাধ্যম ‘টুইটার’-এ সাংবাদিক শোয়েব জাট একটি ভিডিও মেসেজ পোস্ট করেছেন, যেখানে ছেলের আত্মহত্যার জন্য দলীয় কোচের অবিচারকে কারণ হিসেবে দাঁড় করিয়েছেন পাকিস্তানের হয়ে পাঁচটি ওয়ানডে খেলা হানিফ।
জারিয়াবের বাবা হানিফ জানিয়েছেন, ‘আমার ছেলের উপর চাপ দেয়া হয়েছে। তাকে বলা হয়েছে তার বয়স বেশি। কোচের বাজে ব্যবহারই তাকে প্ররোচিত করেছে। আমার ছেলে যা করেছে, যার মুখোমুখি হয়েছে, আশা করব আর কোনো খেলোয়াড়ের জীবনে এমন ঘটবে না। সে খুবই কষ্ট পেয়েছিল, ক্রিকেটটা ছেড়ে দিয়েছিল, ডুবে গিয়েছিল কঠিন হতাশায়।
খবর২৪ঘণ্টা.কম/রখ
উপদেষ্টা সম্পাদক: নজরুল ইসলাম জুলু, প্রকাশক ও সম্পাদক : নাজমুল ইসলাম জিম, অফিস : আর,ডি,এ মার্কেট ২য় তলা,সাহেব বাজার, ঘোড়ামারা, বোয়ালিয়া, রাজশাহী। ই-মেইল:- k24ghonta@gmail.com, মোবাইল: ০১৭১১-৯৪৩৪৭১, ০১৭১৫০৫৭৪৪০