খবর২৪ঘণ্টা স্পোর্টস ডেস্ক: প্রথম ম্যাচে সংযুক্ত আরব আমিরাতের কাছে অপ্রত্যাশিত হার নিয়ে দেয়ালে পিঠ ঠেকেছিল সোহান-মোসাদ্দেকদের। তবে শক্তিধর পাকিস্তানের বিপক্ষে বাঁচা-মরার ম্যাচে নিজেদের সামর্থ্য দেখালো বাংলাদেশ ইমার্জিং দল। রোববার এসিসি ইমার্জিং টিমস কাপ আসরে ‘বি’ গ্রুপের শেষ ম্যাচে দাপুটে নৈপুণ্যে পাকিস্তানের বিপক্ষে ৮৪ রানে জয় দেখে বাংলাদেশ অনূর্ধ্ব-২৩ দল। টানা দ্বিতীয় ম্যাচে ব্যাটে-বলে চৌকস নৈপুণ্য দেখালেন জাতীয় দলের বাইরে থাকা মোসাদ্দেক হোসেন সৈকত। আগের ম্যাচে হংকংয়ের বিপক্ষে সেঞ্চুরির সঙ্গে বল হাতে দুই উইকেট মোসাদ্দেক। করাচি ন্যাশনাল স্টেডিয়ামে আগে ব্যাটিং শেষে তিন অর্ধশতকে বাংলাদেশ ইমার্জিং দলের সংগ্রহ পৌঁছে ৩০৯/৫-এ। সর্বোচ্চ ৮৫ রানে অপরাজিত থাকেন মোসাদ্দেক হোসেন। ওপেনার জাকির হাসান ৬৯ ও ছয় নম্বরে ব্যাট হাতে ইয়াসির আলী করেন ৫৬ রান।
জবাবে ৪৬.৫তম ওভারে ২২৫ রানে গুঁড়িয়ে যায় পাকিস্তানের ইনিংস। বাংলাদেশের বল হাতে ১০ ওভারের স্পেলে মাত্র ৩৬ রানে তিনউইকেট নেন সদ্য টেস্ট অভিষেক হওয়া অফস্পিনার নাঈম হাসান। মোসাদ্দেক হোসেন নেন দুই উইকেট।
খবর২৪ঘণ্টা, জেএন
উপদেষ্টা সম্পাদক: নজরুল ইসলাম জুলু, প্রকাশক ও সম্পাদক : নাজমুল ইসলাম জিম, অফিস : আর,ডি,এ মার্কেট ২য় তলা,সাহেব বাজার, ঘোড়ামারা, বোয়ালিয়া, রাজশাহী। ই-মেইল:- [email protected], মোবাইল: ০১৭১১-৯৪৩৪৭১, ০১৭১৫০৫৭৪৪০