লালপুর(নাটোর) প্রতিনিধি: আখচাষী ও শ্রমিক- কর্মচারীদের বকেয়া টাকা পরিষধ করা সহ আখ মাড়াই,আখের ন্যায্য মূল্য ও চিনিকল বি-রাষ্ট্রীয় করণ বন্ধের দাবিতে মানব বন্ধন করেেছ উত্তর বঙ্গ চিনিকল আখচাষী সমিতি।
বৃহস্পতিবার বেলা ১১ টার দিকে গোপালপুর- আব্দুলপুর সড়কের নর্থ বেঙ্গল সুগার মিলের ২ নং গেটের সামনে এ মানব বন্ধন অনুষ্ঠত হয়।
উত্তর বঙ্গ চিনিকল আখচাষী সমিতির সভাপতি অধ্যক্ষ ইব্রাহীম খলিল এর সভাপতিত্বে ও সহ সাধারণ সম্পাদক আব্দুস সামদের সঞ্চালনায় অনুষ্ঠত মানব বন্ধনে বক্তব্য রাখেন সিনয়র সহসভাপতি মতিউর রহমান, হাফিজুর রহমান,সাধারণ সম্পাদক অধ্যাপক বাবু সকুমাে সরকার,অর্থ সম্পাদক মাষ্টার হাফিজুর রহমান, আখচাষী নেতা মাষ্টার কার্তিক চন্দ্র প্রাং, আব্দুল করিম প্রমূখ। মানব বন্ধনে বক্তারা অনতিবিলম্বে আখ চাষীদের পাওনা টাকা পরিষধের জন্য নর্থ বেঙ্গল সুগার মিল কর্তৃপক্ষের কাছে জোর দাবি জানান। এছাড়া আখের ন্যায্য মূল্য ও মিল বিরাষ্ট্রীয় করণ বন্ধের জন্য সরকারের কাছে দাবি জানানো হয়। মানব বন্ধন শেষে ৬ দফা দাবি নামা মিলের ব্যবস্থাপনা পরিচালক এর নিকট হস্তান্তর করা হয়।
খবর২৪ঘন্টা/নই
উপদেষ্টা সম্পাদক: নজরুল ইসলাম জুলু, প্রকাশক ও সম্পাদক : নাজমুল ইসলাম জিম, অফিস : আর,ডি,এ মার্কেট ২য় তলা,সাহেব বাজার, ঘোড়ামারা, বোয়ালিয়া, রাজশাহী। ই-মেইল:- [email protected], মোবাইল: ০১৭১১-৯৪৩৪৭১, ০১৭১৫০৫৭৪৪০