খবর২৪ঘণ্টা বিনোদন,ডেস্ক:মানব পাচারের মতো গুরুতর বিষয়কে নিয়ে বড়পর্দায় আসছেন অভিনেতা দেব। ছবির নাম 'কিডন্যাপ'। ছবির এক ঝলক (টিজার) অবমুক্ত হয়েছে ইউটিউবে। আর ইতিমধ্যেই সাড়া ফেলে দিয়েছে অভিনেতার ভক্ত মহলে।
সাম্প্রতিককালে গল্পনির্ভর ছবিতে অভিনয় করছেন দেব। দক্ষিণী ছবির নকল ছেড়ে মৌলিক চিত্রনাট্যের ছবি করে নজর কেড়েছেন অভিনেতা। কিডন্যাপের ঝলকও 'অন্যরকম' ছবির প্রতিশ্রুতি দিয়েছে। ছবিতে দেবের বিপরীতে রয়েছে রুক্মিণী মৈত্র। বাস্তবের বান্ধবীর সঙ্গে সেললুয়েডে নায়ককে মন্দ লাগে না। ছবিতে সংগীত দিয়েছেন জিত্ গঙ্গোপাধ্যায়। পরিচালক রাজা চন্দ। 'কিডন্যাপ' প্রযোজনা করেছে সুরিন্দর ফিল্মস। দেবের একাধিক হিট ছবির প্রযোজনা করেছে এই প্রযোজনা সংস্থা।
লোকসভা নির্বাচনে ঘাটালের তৃণমূল প্রার্থী দেব। তবে তাতে 'কিডন্যাপ'-এর মুক্তি আটকাচ্ছে না। প্রত্যাশামতো ছবি মুক্তি পাচ্ছে আগামী ইদে।
খবর২৪ঘণ্টা, জেএন
উপদেষ্টা সম্পাদক: নজরুল ইসলাম জুলু, প্রকাশক ও সম্পাদক : নাজমুল ইসলাম জিম, অফিস : আর,ডি,এ মার্কেট ২য় তলা,সাহেব বাজার, ঘোড়ামারা, বোয়ালিয়া, রাজশাহী। ই-মেইল:- [email protected], মোবাইল: ০১৭১১-৯৪৩৪৭১, ০১৭১৫০৫৭৪৪০