পশ্চিমবঙ্গের রামপুরহাটে তৃণমূল নেতার খুনের জেরে ১০-১২টি বাড়িতে আগুন ধরিয়ে দিলে এখন পর্যন্ত ১০ জন নিহত হয়েছে বলে জানা গেছে। মঙ্গলবার (২২ জানুয়ারি) ভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
প্রতিবেদনে বলা হয়, সোমবার বড়শাল গ্রামের তৃণমূল নেতা ভাদু শেখের বোমা হামলায় নিহত হন। তিনি রামপুরহাট এক নম্বর ব্লকের বড়শাল গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান ছিলেন।
সংবাদমাধ্যমের প্রতিবেদনে বলা হয়, সোমবার একটি চায়ের দোকানে বসে কথা বলছিলেন ভাদু। সেই সময় তাকে লক্ষ্য করে বোমা ছুড়ে পালায় দুষ্কৃতীরা। তাকে আহত অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়। পরে তার মৃত্যু হয়।
এ ঘটনার জেরে এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি হয়। ঘটনার উত্তেজনায় ওই গ্রামের বেশ কয়েকটি বাড়িতে আগুন ধরিয়ে দেওয়া হয়।
দমকল কর্মীরা জানান, ঘটনায় মৃত্যু হয়েছে ১০ জনের। সবাই আগুনে পুড়ে মারা গেছেন। বীরভূমের পুলিশ সুপার নগেন্দ্রনাথ ত্রিপাঠী বলেন, একটি বাড়িতে ৭ জন ছিলেন। তারা সবাই আগুনে পুড়ে মারা গেছেন।
দমকল বাহিনীর কর্মীরা আরও জানান, রাত থেকে কাজ চলছে। ১০-১২টি বাড়িতে আগুন লাগানো হলে সেগুলো নেভানোর কাজ শুরু করা হয়। সোমবার দিবাগত রাতে তিনটি এবং মঙ্গলবার সকালে সাতটি মৃতদেহ উদ্ধার করা হয়েছে।
এদিকে, ঘটনার পরেই নড়েচড়ে বসে প্রশাসন। পশ্চিমবঙ্গ রাজ্য সরকার জানায়, ঘটনাস্থলে যাচ্ছেন সিআইডি ও ফরেন্সিক দল।
অন্যদিকে, হেলিকপ্টারে ঘটনাস্থলে যাচ্ছেন ফিরহাদ হাকিম, আশিস বন্দ্যোপাধ্যায় ও অভিজিৎ সিনহা। এছাড়া বিধানসভা থেকে ঘটনার প্রতিবাদে ওয়াক আউট করেছে বিজেপি।
বিএ/
উপদেষ্টা সম্পাদক: নজরুল ইসলাম জুলু, প্রকাশক ও সম্পাদক : নাজমুল ইসলাম জিম, অফিস : আর,ডি,এ মার্কেট ২য় তলা,সাহেব বাজার, ঘোড়ামারা, বোয়ালিয়া, রাজশাহী। ই-মেইল:- k24ghonta@gmail.com, মোবাইল: ০১৭১১-৯৪৩৪৭১, ০১৭১৫০৫৭৪৪০