খবর২৪ ঘণ্টা, স্পোর্টস, ডেস্ক: বেশ কয়েকদিন ধরেই আইসিসি ও ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) মধ্যে একটি ব্যাপারে দ্বন্দ্ব চলছিল, যে ভারত চাচ্ছে ঘরের মাঠে নিয়ম অনুযায়ী ২০২১ চ্যাম্পিয়নস ট্রফি হবে ওয়ানডে ফরম্যাটে। তবে ক্রিকেটের সর্বোচ্চ সংস্থা এটিকে টি-টোয়েন্টি ফরম্যাটে করতে চাইছিল। অবশেষে দ্বন্দ্বের অবসান হলো।
চ্যাম্পিয়নস ট্রফির বদলে সেই বছরই ভারতের মাটিতে টি-২০ বিশ্বকাপ অনুষ্ঠিত হবে। ফলে পর পর দুই বছর টি-২০ বিশ্বকাপ আয়োজিত হচ্ছে। কেননা আগেই ঘোষণা হয়েছিল ২০২০ টি-২০ বিশ্বকাপ অনুষ্ঠিত হবে অস্ট্রেলিয়ার মাটিতে।
খবর২৪ঘণ্টা.কম/নজ
উপদেষ্টা সম্পাদক: নজরুল ইসলাম জুলু, প্রকাশক ও সম্পাদক : নাজমুল ইসলাম জিম, অফিস : আর,ডি,এ মার্কেট ২য় তলা,সাহেব বাজার, ঘোড়ামারা, বোয়ালিয়া, রাজশাহী। ই-মেইল:- [email protected], মোবাইল: ০১৭১১-৯৪৩৪৭১, ০১৭১৫০৫৭৪৪০