জালানি তেলের দাম বৃদ্ধির প্রতিবাদে পরিবহন মালিকদের ডাকা কর্মসূচিতে সমর্থন জানিয়েছে বিএনপি। দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, সরকার নির্বাচিত নয় বলেই সংসদ কিংবা জনগণের কাছে জবাবদিহি করতে হয় না। তাই যা ইচ্ছা, তাই করছে। নিজেদের পকেট ভারী করতে সব জিনিসের দাম বাড়িয়ে যাচ্ছে।
বৃহস্পতিবার (৪ নভেম্বর) বিকেলে শহরের তাঁতিপাড়াস্থ নিজ বাসভবনে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
মির্জা ফখরুল বলেন, সরকারের আশ্রয়ে দলীয় নেতারাই জ্বালানি তেল, গ্যাস আমদানি করে দাম বাড়িয়ে দিচ্ছে। এতে সব ধরনের দ্রব্যের মূল্য বেড়ে যাবে। সাধারণ মানুষের জীবন দুর্বিসহ হয়ে উঠেছে। এ সরকার বিবর্তনমূলক, দমনমূলক আচরণ করছে।
বিএনপি মনে করে এতে দেশের সামগ্রীক অর্থনীতিতে চাপ সৃষ্টি হবে। সাধারণ মানুষের ক্রয়ক্ষমতার বাইরে চলে যাবে বলে মন্তব্য করেন তিনি।
এ সময়, জেলা বিএনপি নেতা শরিফুল ইসলাম, ওবায়দুল্লাহ মাসুদসহ অন্যান্য নেতা কর্মীরা উপস্থিত ছিলেন।
বিএ/
উপদেষ্টা সম্পাদক: নজরুল ইসলাম জুলু, প্রকাশক ও সম্পাদক : নাজমুল ইসলাম জিম, অফিস : আর,ডি,এ মার্কেট ২য় তলা,সাহেব বাজার, ঘোড়ামারা, বোয়ালিয়া, রাজশাহী। ই-মেইল:- [email protected], মোবাইল: ০১৭১১-৯৪৩৪৭১, ০১৭১৫০৫৭৪৪০