ডিজেলের দাম বাড়ানোর প্রতিবাদে বাস চালানো বন্ধের ঘোষণা দিয়েছে পরিবহন মালিকরা। কিন্তু পরিবহন বন্ধ থাকলেও শুক্রবার রাষ্ট্রায়ত্ত ব্যাংকের নিয়োগ পরীক্ষা হবে বলে জানায় বাংলাদেশ ব্যাংক।
শুক্রবার বিকাল ৩টায় ঢাকার ৬৫টি কেন্দ্রে এক ঘণ্টার এই পরীক্ষা শুরু হবে।
এতে প্রায় ২০ হাজার পরীক্ষার্থীর রাষ্ট্রায়ত্ত ৭টি ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের সিনিয়র অফিসার নিয়োগের পরীক্ষায় অংশ নেবে বলে জানা গেছে।
এদিকে ডিজেলের দাম বাড়ানোর প্রতিবাদে পরিবহন মালিকরা শুক্রবার সকাল থেকে অনির্দিষ্টকালের জন্য বাস-ট্রাক চালানো বন্ধের ঘোষণা দিয়েছে।
এই পরিস্থিতিতে পরীক্ষা শুক্রবার হবে কি না, তা নিয়ে পরীক্ষার্থীদের মধ্যে উদ্বেগ দেখা দিয়েছে।
এই বিষয়ে পরীক্ষা নেওয়ার দায়িত্বে থাকা বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র সিরাজুল ইসলাম গণমাধ্যমকে জানিয়েছেন আগেই সময় দেওয়া হয়েছে। পরীক্ষা সময় মতোই হবে।
গত ১৯ অক্টোবর বাংলাদেশ ব্যাংক ৭৭১টি সিনিয়র অফিসার পদের জন্য ৫ নভেম্বর পরীক্ষা নেওয়ার তারিখ ঘোষণা করেছিল।
বিএ/
উপদেষ্টা সম্পাদক: নজরুল ইসলাম জুলু, প্রকাশক ও সম্পাদক : নাজমুল ইসলাম জিম, অফিস : আর,ডি,এ মার্কেট ২য় তলা,সাহেব বাজার, ঘোড়ামারা, বোয়ালিয়া, রাজশাহী। ই-মেইল:- [email protected], মোবাইল: ০১৭১১-৯৪৩৪৭১, ০১৭১৫০৫৭৪৪০