খবর২৪ঘণ্টা.বিনোদন,ডেস্ক: প্রেমের রঙ লাল৷ এতদিন তাই জানত সকলে৷ তবে এখন অন্য পাঠ পড়াচ্ছেন পরিনীতি চোপরা৷ ভালোবাসার রঙ গোলাপী৷ ‘নমস্তে ইংল্যান্ড’র ছবি ইনস্টাগ্রামে শেয়ার করে এমন কথাই বললেন অভিনেত্রী ৷
খুব শীঘ্রই শুরু হবে ‘নমস্তে ইংল্যান্ডের’ শ্যুটিং৷ গোটা কয়েক পোস্টারও ভাইরাল হয়েছিল দিন কতক আগে৷ এবার সাইবার দুনিয়ায় ছড়াল নায়ক-নায়িকার প্রেমের রঙ৷ দুজনে গোলাপি রঙ মেখে ছবি পোস্ট করলেন সোশ্যাল নেটওয়ার্কিং সাইটে৷
অর্জুন-পরীর নতুন কেমিস্ট্রি আবারও তাজা করে দিল ‘ইশাকজাদে’র স্মৃতি৷ প্রেমে মাখোমাখো ব্যাপার থাকলেও চ্যালেঞ্জ অনেকটাই বেশি৷ ‘নমস্তে লন্ডন’র সিক্যুয়াল হিসেবে দর্শকদের মনে কতটা জায়গা করে নিতে পারে সেটাই এখন দেখার বিষয়৷
২০০৭-এ মুক্তিপ্রাপ্ত ‘নমস্তে লন্ডন’ বক্স-অফিস হিট। আর এই সাফল্যের কারণেই এবার সিক্যুয়াল জোয়ারে ‘নমস্তে লন্ডন’। তবে সিক্যুয়েল হলেও পুরনো গল্প নয়, এই কাহিনির প্লট হবে একদম নতুন। ছবির শুটিং হবে পাঞ্জাব, মুম্বই, লন্ডন এবং ইউরোপের অন্যান্য অঞ্চলে। ছবি হিরো অক্ষয় জানিয়েছেন, ‘এয়ারলিফট’ ছবির শুটিং শেষ করেই বিপুলের ছবির শুটিং-এ যোগ দেবেন”।
যতবার পর্দায় এসেছে অক্ষয়-ক্যাট জুটি পর্দায় তুলেছে রোম্যান্সের ঝড়। তাই এখন আরও একবার সেই কেমিস্ট্রি দেখতে মুখিয়ে আছে সিনোপ্রেমীরা।
খবর২৪ঘণ্টা.কম/নজ
উপদেষ্টা সম্পাদক: নজরুল ইসলাম জুলু, প্রকাশক ও সম্পাদক : নাজমুল ইসলাম জিম, অফিস : আর,ডি,এ মার্কেট ২য় তলা,সাহেব বাজার, ঘোড়ামারা, বোয়ালিয়া, রাজশাহী। ই-মেইল:- [email protected], মোবাইল: ০১৭১১-৯৪৩৪৭১, ০১৭১৫০৫৭৪৪০