প্রিন্ট এর তারিখঃ নভেম্বর ২৮, ২০২৪, ১০:৫৪ এ.এম || প্রকাশের তারিখঃ জুন ১৪, ২০১৮, ১০:৫৭ এ.এম
পরশুরামে বন্যার পানিতে ভাসছে কবরের লাশ
ফেনী প্রতিনিধি :প্রবল বর্ষন আর পার্শ্ববর্তী দেশ ভারত থেকে উজানে আসা পানির চাপে পরশুরামের চিথলিয়া ইউনিয়নের উত্তর শালধর গ্রামে মুহুরী নদীর বাঁধ ভেঙ্গে পানিতে তলিয়ে গেছে বহু গ্রাম। এদিকে সকালে সরেজমিনে বেড়ীবাঁধ ভাঙ্গনের স্থান দেখতে গেলে ভাঙ্গনের পাশে কবরস্থানে দেখা মেলে কবরে দাফন করা কাপড় মোড়ানো একটি লাশ বন্যার পানিতে ভাসছে।লাশটি দেখার জন্য উৎসুক জনতা ভিড় করছে।স্থানীয় ইউপি সদস্য ইকবাল হোসেন মোল্লা জানান,রমজানের কয়েকদিন পূর্বে কাউসার আলম (রানা) নামের একটি ছেলে মারা যায়। এই লাশটি তার।
স্থানীয়রা গনমাধ্যমকে জানায়,কাউসার ২০১৮ সালে ধনিকুন্ডা হোসনে আরা বেগম উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি পাশ করে।সর্বশেষ এই রমজানের কয়েক দিন পূর্বে তার পেটে ব্যথা অনুভব হলে তাকে ফেনী অাধুনিক হাসপাতালে নিয়ে গেলে সেখানে তার মৃত্যু হয়।মৃত্যুর পর তাকে মুসলিম ধর্মীয় রিতী অনুযায়ী ঐ কবরস্থানে দাফন করা হয়।খবর২৪ঘণ্টা.কম/নজ
উপদেষ্টা সম্পাদক: নজরুল ইসলাম জুলু, প্রকাশক ও সম্পাদক : নাজমুল ইসলাম জিম, অফিস : আর,ডি,এ মার্কেট ২য় তলা,সাহেব বাজার, ঘোড়ামারা, বোয়ালিয়া, রাজশাহী। ই-মেইল:- k24ghonta@gmail.com, মোবাইল: ০১৭১১-৯৪৩৪৭১, ০১৭১৫০৫৭৪৪০
Copyright © 2024 খবর ২৪ ঘণ্টা. All rights reserved.