নাটোর প্রতিনিধি: নাটোরের নলডাঙ্গা উপজেলার মাধনগর ইউনিয়নে পবিত্র ঈদ-উল ফিতর উপলক্ষে ইউনিয়নের প্রায় ৩ হাজার দুঃস্থ্য ও অসচ্ছল পরিবারের মাঝে ভিজিএফ এর চাল বিতরণ করা হয়েছে। বুধবার সকাল সাড়ে ১১টা দিকে মধনগর ইউনিয়ন পরিষদ চত্বরে কর্মসূুচির উদ্বোধন করেন, মধনগর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি ও ইউপিচেয়ারম্যান মো আমজাদ হোসেন দেওয়ান। এ সময় ইউনিয়ান পরিষদ সচিব নজমুল ইসলাম বাকী,ইউপি প্যানেল চেয়ারম্যান সাইফুল ইসলাম,ইউপি সদস্য জয়নাল আবেদীন ডলার,আব্দুল মালেক ব্যাপারী,কাজী ফরিদুর ইসলাম,ইউনিয়ন পরিষদ উদ্যেক্তা মামুনুর রশিদসহ আওয়ামীলীগের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
মাধনগর ইউনিয়নে প্রায় ৩ হাজার জন দুঃস্থ্য ও অসচ্ছল পরিবারের মাঝে বরাদ্দ অনুযায়ী মাথাপিছু ১০ কেজি করে চাউল দেওয়া হয়।
খবর২৪ঘণ্টা,কম/জন
উপদেষ্টা সম্পাদক: নজরুল ইসলাম জুলু, প্রকাশক ও সম্পাদক : নাজমুল ইসলাম জিম, অফিস : আর,ডি,এ মার্কেট ২য় তলা,সাহেব বাজার, ঘোড়ামারা, বোয়ালিয়া, রাজশাহী। ই-মেইল:- [email protected], মোবাইল: ০১৭১১-৯৪৩৪৭১, ০১৭১৫০৫৭৪৪০