নিজস্ব প্রতিবেদক :
আসন্ন পবিত্র ঈদুল আযহা উপলক্ষে রাজশাহী জেলা প্রশাসকের কার্যালয়ে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় জেলা প্রশাসক এসএম আবুল কাদেরের সভাপতিত্বে নগরীর বিভিন্ন পর্যায়ের নের্তৃবৃন্দ উপস্থিত ছিলেন। সভায় আসন্ন পবিত্র ঈদুল আযহার প্রস্তুতি নিয়ে বিস্তারিত আলোচনা। ঈদুল আযহা উদযাপন ও পরবর্তী বর্জ্য ব্যবস্থাপনা করণিয় বিষয়ে আলোচনা হয়। এ ছাড়া সুষ্ঠ ও শান্তিপূর্ণভাবে যাতে ঈদুল আযহা মুসলমানরা পালন করতে পারে সে ব্যপারেও আলোচনা হয়।
সভাপতির বক্তব্য জেলা প্রশাসক বলেন, প্রত্যেকবারের মতো এবারো সুষ্ঠভাবে ঈদুল আযহা পালনের প্রস্তুতি নেওয়া হয়েছে। তিনি আরো বলেন, শিক্ষার্থীরা যে কারণে রাস্তায় নেমেছেন সেসব দাবিগুলো মাননীয় প্রধানমন্ত্রী মেনে নিয়েছেন। তারপরও আর রাস্তায় থাকা ঠিক হবে না। সবাইকে ক্লাসে ফিরে যাওয়ার পরামর্শ দেন তিনি।
খবর২৪ঘণ্টা/এমকে
উপদেষ্টা সম্পাদক: নজরুল ইসলাম জুলু, প্রকাশক ও সম্পাদক : নাজমুল ইসলাম জিম, অফিস : আর,ডি,এ মার্কেট ২য় তলা,সাহেব বাজার, ঘোড়ামারা, বোয়ালিয়া, রাজশাহী। ই-মেইল:- [email protected], মোবাইল: ০১৭১১-৯৪৩৪৭১, ০১৭১৫০৫৭৪৪০