নিজস্ব প্রতিবেদক :
৫ম পবা উপজেলা পরিষদ নির্বাচন-২০১৯ উপলক্ষে নির্বাচনী এলাকায় বেধ অস্ত্র বহনকারীদের অস্ত্র বহন ও প্রদর্শনে নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে রাজশাহী মেট্রোপলিটন পুলিশের পক্ষ থেকে। শনিবার বিকেলে আরএমপির মুখপাত্র অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার গোলাম রুহুল কুদ্দুস স্বাক্ষরিত গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, আগামী ১৮ জুনে রাজশাহীর পবা উপজেলা পরিষদ নির্বাচনে পবা থানায় এলকায় ২৪ টি কেন্দ্র, রাজপাড়া
৪, চন্দ্রিমা ৩, মতিহার ৩, কাটাখালি ১২, শাহমখদুম ৩, এয়ারপোর্ট ৫, কাশিয়াডাঙ্গা ৪, কর্ণহার ১২ ও দামকুড়া থানার ৯টি কেন্দ্র ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। শান্তিপূর্ণভাবে ভোট গ্রহণের লক্ষ্যে নির্বাচনী এলাকার সকল বৈধ লাইসেন্সধারী অস্ত্রসহ চলাচল, বহন ও প্রদর্শন নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে। ভোটের ৭ দিন ও পরের ৭দিন পর্যন্ত ঘোষণা অব্যাহত থাকবে।
আর/এস
উপদেষ্টা সম্পাদক: নজরুল ইসলাম জুলু, প্রকাশক ও সম্পাদক : নাজমুল ইসলাম জিম, অফিস : আর,ডি,এ মার্কেট ২য় তলা,সাহেব বাজার, ঘোড়ামারা, বোয়ালিয়া, রাজশাহী। ই-মেইল:- [email protected], মোবাইল: ০১৭১১-৯৪৩৪৭১, ০১৭১৫০৫৭৪৪০