নিজস্ব প্রতিবেদক :
৫ম পবা উপজেলা পরিষদ নির্বাচন-২০১৯ উপলক্ষে যানবাহন চলাচলে রাজশাহী মেট্রোপলিটন পুলিশের পক্ষ থেকে নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। ১৬ জুন রাত ১২টা থেকে ১৯ জুন পর্যন্ত রাত ১২টা পর্যন্ত যানবাহন চলাচলে নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। শনিবার রাতে আরএমপির মুখপাত্র অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার গোলাম রুহুল কুদ্দুস স্বাক্ষরিত গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, আগামী ১৮ জুনে রাজশাহীর পবা উপজেলা পরিষদ নির্বাচনে পবা থানায় এলকায় ২৪ টি কেন্দ্র, রাজপাড়া ৪, চন্দ্রিমা ৩, মতিহার ৩, কাটাখালি
১২, শাহমখদুম ৩, এয়ারপোর্ট ৫, কাশিয়াডাঙ্গা ৪, কর্ণহার ১২ ও দামকুড়া থানার ৯টি কেন্দ্র ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। শান্তিপূর্ণভাবে ভোট গ্রহণের লক্ষ্যে নির্বাচনী এলাকায় যানবাহন চলাচলে বিধিনিষেধ আরোপ করা হয়েছে। যেসব যানবাহন চলাচলে নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে সেগুলো হলো, বেবী ট্যাক্সি, আটোরিক্সা, ইজিবাইক, ট্যাক্সিক্যাব মাইক্রোবাস, জিপ, পিক-আপ, কার, বাস, ট্রাক ও টেম্পো ও মোটরসাইকেল।
আরো বলা হয়েছে, এ নিষেধাজ্ঞা সংশ্লিষ্ট রিটার্নিং অফিসারের অনুমতি সাপেক্ষে প্রতিদ্বন্দ্বী প্রার্থী ও তাদের নির্বাচনী এজেন্ট, দেশি-বিদেশী পর্যবেক্ষকদের পরিচয়পত্র থাকা অবশ্যক। এ ছাড়া নির্বাচনের সংবাদ সংগ্রহের কাজে নিয়োজিত সাংবাদিক পরিচয়পত্র
থাকা অবশ্যক, নির্বাচনের কাজে নিয়োজিত কর্মকর্তা-কর্মচারী, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য বৈধ পরিদর্শক, এ্যাম্বুলেন্স, ফায়ার সার্ভিস, বিদ্যুৎ গ্যাস, ডাক ও টেলিযোগাযোগ কার্যক্রমের ক্ষেত্রে এ নিষেধাজ্ঞা প্রযোজ্য হবে না। আদেশ অমান্যকারীদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে।
এস/আর
উপদেষ্টা সম্পাদক: নজরুল ইসলাম জুলু, প্রকাশক ও সম্পাদক : নাজমুল ইসলাম জিম, অফিস : আর,ডি,এ মার্কেট ২য় তলা,সাহেব বাজার, ঘোড়ামারা, বোয়ালিয়া, রাজশাহী। ই-মেইল:- [email protected], মোবাইল: ০১৭১১-৯৪৩৪৭১, ০১৭১৫০৫৭৪৪০