নিজস্ব প্রতিবেদক :
পঞ্চম ধাপে অনুষ্ঠিত পবা উপজেলা নির্বাচনে বড় ব্যবধানে নৌকার জয় হয়েছে। এতে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন নৌকা প্রতীক নিয়ে আওয়ামী লীগের মনোনিত প্রার্থী মুনসুর রহমান।
প্রার্থীর পুলিং এজেন্টের মাধ্যমে প্রাপ্ত তথ্যে ৭৯ কেন্দ্রের ফলাফলে পাওয়া যায়। এতে নৌকা প্রতীক নিয়ে মুনসুর রহমান ভোট পেয়েছেন ৩৫ হাজার ৫১৯ ভোট। আর তার নিকটতম প্রতিদ্বন্দ্বি ওয়ার্কার্স পার্টিার হাতুড়ি প্রতীক নিয়ে এসএম আশরাফুল হক তোতা ভোট পেয়েছেন ছয় হাজার ৬১১ ভোট এবং আনারস প্রতীক নিয়ে স্বতন্ত্র প্রার্থী আফজাল হোসেন সুমন ভোট পেয়েছেন ৮৪২ ভোট।
মঙ্গলবার সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত উপজেলার ৭৯টি ভোট কেন্দ্রে ভোটাররা তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। এর পর ভোট গণনা শুরু হয়। এ উপজেলায় মোট ২ লাখ ২৮ হাজার ১৩৭ জন ভোটার রয়েছেন।
এ উপজেলা নির্বাচনে চেয়ারম্যান পদে ৩ জন প্রার্থী প্রতিদ্বন্দিতা করছেন। তারা হলেন- আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতিকের প্রার্থী মুনসুর রহমান, বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির হাতুড়ি প্রতিকের প্রার্থী এসএম আশরাফুল হক তোতা এবং আনারস প্রতিক নিয়ে স্বতন্ত্র প্রার্থী আফজাল হোসেন সুমন।
নির্বাচনে ভাইস চেয়ারম্যান প্রার্থী রয়েছেন ৫ জন। তারা হলেন- উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আব্দুর রাজ্জাক (বই), উপজেলা কৃষক লীগের সভাপতি ওয়াজেদ আলী খান (তালা), নওহাটা পৌর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক রবিউল জামাল বাবলু (উড়োজাহাজ), এএফএম আহাসান উদ্দিন মামুন (মাইক) ও আলমগীর হোসেন (টিউবওয়েল)।
অপরদিকে মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থী রয়েছেন ৩ জন। তারা হলেন- উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি বেগম সুফিয়া হাসান (হাঁস), আওয়ামী লীগ নেত্রী আরজিয়া বেগম (কলস) ও রীতা বিবি (ফুটবল)।
এস/আর
উপদেষ্টা সম্পাদক: নজরুল ইসলাম জুলু, প্রকাশক ও সম্পাদক : নাজমুল ইসলাম জিম, অফিস : আর,ডি,এ মার্কেট ২য় তলা,সাহেব বাজার, ঘোড়ামারা, বোয়ালিয়া, রাজশাহী। ই-মেইল:- [email protected], মোবাইল: ০১৭১১-৯৪৩৪৭১, ০১৭১৫০৫৭৪৪০