নিজস্ব প্রতিবেদক : রাজশাহী মহানগরীর সীমান্ত লাগোয়া উপজেলা পবায় ৩০০ ছাড়িয়েছে করোনা শনাক্তের সংখ্যা। গত ২৪ ঘন্টায় পবা উপজেলায় নতুন করে আরো ২ জনের করোনা শনাক্ত হয়। এনিয়ে মোট করোনা শনাক্তের সংখ্যা পোঁছায় ৩০১ জনে।
গতকাল পর্যন্ত এ উপজেলায় করোনা শনাক্তের সংখ্যা ছিল ২৯৯ জন। শনাক্তের প্রায় বেশি অর্ধেক সুস্থ হয়েছে। উল্লেখ্য, রাজশাহীর ৯টি উপজেলার মধ্যে পবা উপজেলায় সর্বোচ্চ ৩০১ জন। ২য় অবস্থানে থাকা চারঘাট উপজেলায় ১৫৩ জন ও তৃতীয় অবস্থানে থাকা বাঘা উপজেলায় ১৪৯ জন শনাক্ত হয়েছে।
এমকে
উপদেষ্টা সম্পাদক: নজরুল ইসলাম জুলু, প্রকাশক ও সম্পাদক : নাজমুল ইসলাম জিম, অফিস : আর,ডি,এ মার্কেট ২য় তলা,সাহেব বাজার, ঘোড়ামারা, বোয়ালিয়া, রাজশাহী। ই-মেইল:- [email protected], মোবাইল: ০১৭১১-৯৪৩৪৭১, ০১৭১৫০৫৭৪৪০