নিজস্ব প্রতিবেদক :
রাজশাহীর পবা উপজেলার কাঁঠালপাড়া এলাকায় পাওনা টাকা চাইতে গিয়ে দুই নারী ব্যবসায়ীকে লাঞ্ছিত করা হয়েছে। রোববার বিকেল সাড়ে ৫টার দিকে পবা উপজেলার কাঁঠালপাড়া গ্রামে রোজিনার বাড়িতে এ ঘটনা ঘটে। এ ঘটনায় থানায় মামলা দায়ের করা হবে বলে জানা গেছে।প্রতিজ্ঞা বুটিক হাউসের স্বত্ত্বাধিকারী ভুক্তভোগী তানিয়া জানান, তিনি দীর্ঘ দিন ধরে বুটিকের ব্যবসা করেন। বিভিন্ন নারীর মাধ্যমে বুটিকের কাজ করিয়ে নেন। তার সুবাধে কাজ দেওয়ার নাম করে পবা উপজেলার কাঁঠালপাড়া এলাকার শহিদুলের স্ত্রী রোজিনা তার কাছ থেকে ৩৯ হাজার টাকা নেন। এরপর কয়েক মাস পেরিয়ে গেলেও রোজিনা তাকে কাজও দেয়নি ও টাকাও ফেরত দেয়নি।
এ কারণে তিনি রোববার বিকেলে আরেক নারী ব্যবসায়ী গায়িত্রিকে সাথে নিয়ে তার বাড়ি কাঁঠালপাড়া যান। তার বাড়িতে গেলে সে তাদের চেনেনা বলেও জানায়। এ সময় তারা প্রতিবাদ জানালে রোজিনা লোকজন ডেকে তানিয়া ও গায়িত্রিকে মারধরের উদ্দেশ্যে ধাক্কাধাক্কি শুরু করে এবং লাঞ্ছিত করে। পরে তারা সেখান থেকে চলে আসেন। গায়িত্রও তার কাছ থেকে টাকা পায় বলে তিনি আরো জানান।
ভুক্তভোগী নারী ব্যবসায়ী তানিয়া বলেন, পাওনা টাকা চাইতে গিয়ে লাঞ্ছিত হয়েছি। তারা লোক দিয়ে আমাদের মারধরের চেষ্টা করছিল। কোনমতে সেখান থেকে চলে এসেছি। থানায় মামলা দায়ের করা হবে।
খবর২৪ঘণ্টা/এমকে
উপদেষ্টা সম্পাদক: নজরুল ইসলাম জুলু, প্রকাশক ও সম্পাদক : নাজমুল ইসলাম জিম, অফিস : আর,ডি,এ মার্কেট ২য় তলা,সাহেব বাজার, ঘোড়ামারা, বোয়ালিয়া, রাজশাহী। ই-মেইল:- [email protected], মোবাইল: ০১৭১১-৯৪৩৪৭১, ০১৭১৫০৫৭৪৪০