নিজস্ব প্রতিবেদক : রাজশাহীর পবা উপজেলার নওহাটা ব্রিজের নিচে বারনই নদীতে পানিতে ডুবে সনতোষ নামের (৪০) নামের এক সুইপারের মৃত্যু হয়েছে। আজ শনিবার দুপুর দেড়টার দিকে এ ঘটনা ঘটে। নিহত সনতোষ ঝুমা মহল্লার পুত্র।
প্রত্যক্ষদর্শীরা জানান, সনতোষ নওহাটা ব্রিজের নিচে বারনই নদীতে সাঁতার কেটে পশ্চিম পাশ থেকে ব্রীজের পূর্ব পাশে যাচ্ছিলো। সাঁতার কাটার এক পর্যায়ে সে বলে আমি সাঁতার কাটতে পারছিনা আমাকে বাঁচাও। এ সময় ব্রীজের নীচের থাকা নৌকায় করে
স্থানীয়রা তাকে উদ্ধার করতে যাওয়ার আগেই তিনি নদীর গভীর পানিতে তলিয়ে যান। এ সময় স্থানীয়রা তাকে উদ্ধার করতে ব্যার্থ হলে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স নওহাটা স্টেশনের মাধ্যমে রাজশাহী সদর দপ্তরের খবর দিলে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স রাজশাহী সদর দপ্তরের লিডার সাইফুলের নেতৃত্বে একটি ডুবুরী দল ঘটনাস্থলে পৌছে ডুবুরী জুয়েল রানা সনতোষের লাশ উদ্ধার করে। পরে পবা থানা পুলিশের কাছে লাশটি হস্তান্তর করা হয়।
এমকে
উপদেষ্টা সম্পাদক: নজরুল ইসলাম জুলু, প্রকাশক ও সম্পাদক : নাজমুল ইসলাম জিম, অফিস : আর,ডি,এ মার্কেট ২য় তলা,সাহেব বাজার, ঘোড়ামারা, বোয়ালিয়া, রাজশাহী। ই-মেইল:- [email protected], মোবাইল: ০১৭১১-৯৪৩৪৭১, ০১৭১৫০৫৭৪৪০