নিজস্ব প্রতিবেদক : রাজশাহীর পবায় চোরারই মোটরসাইকেল উদ্ধারসহ সংঘবদ্ধ চোর চক্রের সদস্য আব্দুল লতিফ (৩৩) কে আটক করেছে পুলিশ। আটক চোর গাইবান্ধা জেলার সাদুল্লাপুর থানার উত্তরভাঙ্গা মোড় এলাকার আকিমুদ্দীনের ছেলে। তাকে আদালতে পাঠিয়ে ৫ দিনের রিমান্ড আবেদন করা হয়েছে। এ তথ্য নিশ্চিত করে পবা থানার অফিসার ইনচার্জ ওসি শেখ গোলাম মোস্তফা বলেন, ৩০ জুন সকাল সাড়ে ৯টার দিকে পবার বড়গাছি থেকে একটি ডিসকভার মোটরসাইকেল চুরি করে চোর আব্দুল
লতিফ। পরে মোটরসাইকেলের মালিক থানায় অভিযোগ করলে দুপুর আড়াইটার দিকে মোটরসাইকেলটি উদ্ধার করাসহ চোর চক্রের সদস্য লতিফকে আটক করা হয়। পুলিশের কাছে সে স্বীকার করেছে, তারা একটি সংঘবদ্ধ চক্র। তাকে আদালতে পাঠিয়ে ৫ দিনের রিমান্ড আবেদন করা হয়েছে। তারা রাজশাহী মহানগরসহ বিভিন্ন এলাকায় মোটরসাইকেল চুরি করে সংঘবদ্ধ চক্রের মাধ্যমে।
এমকে
উপদেষ্টা সম্পাদক: নজরুল ইসলাম জুলু, প্রকাশক ও সম্পাদক : নাজমুল ইসলাম জিম, অফিস : আর,ডি,এ মার্কেট ২য় তলা,সাহেব বাজার, ঘোড়ামারা, বোয়ালিয়া, রাজশাহী। ই-মেইল:- [email protected], মোবাইল: ০১৭১১-৯৪৩৪৭১, ০১৭১৫০৫৭৪৪০