রাজশাহীর পবা উপজেলায় করোনাভাইরাসের টিকা নেওয়ার পর হৃদরোগে আক্রান্ত হয়ে জিন্নাতুন নেসা (২৫) নামের এক নারীর মৃত্যু হয়েছে। তিনি উপজেলার দারুশা ইউনিয়নের সাহাপাড়া গ্রামের মামুনুর রশীদের স্ত্রী। সোমবার দিবাগত রাতে তিনি মারা যান। এর আগে সোমবার দুপুর ২টার দিকে জিন্নাতুন নেসা চীনের সিনোফার্মের প্রথম ডোজ টিকা নিয়েছিলেন। এ ঘটনায় তদন্ত কমিটি গঠন করা হয়েছে।
পবা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. রাবেয়া বাসরী জানান, জিন্নাতুনের মৃত্যুর পর মঙ্গলবার (১৪সেপ্টেম্বর) সকালে তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। দুপুরে কমিটি প্রতিবেদনও দিয়েছে। এতে বলা হয়, ওই নারী হৃদরোগে আক্রান্ত হয়ে ঘুমের মধ্যে মারা গেছেন। আগে থেকে তাঁর শ্বাসকষ্টও ছিল।
রাজশাহীর সিভিল সার্জন ডা. কাইয়ুম তালুকদার জানান, ওই নারী ঘুমের মধ্যে হার্ট অ্যাটাকে মারা গেছেন টিকার কারণে নয়। টিকার কারণে হলে ৫-৭মিনিটের মধ্যেই মারা যেতে পারে। আমাদের তদন্তে দেখা গেছে, তিনি অন্যান্য জটিলতায় ভূগছিলেন। এর আগেও জেলা দূর্গাপুরে আরেক নারী টিকা গ্রহণের পর মারা যায় বলেও জানান তিনি।
এস/আর
উপদেষ্টা সম্পাদক: নজরুল ইসলাম জুলু, প্রকাশক ও সম্পাদক : নাজমুল ইসলাম জিম, অফিস : আর,ডি,এ মার্কেট ২য় তলা,সাহেব বাজার, ঘোড়ামারা, বোয়ালিয়া, রাজশাহী। ই-মেইল:- [email protected], মোবাইল: ০১৭১১-৯৪৩৪৭১, ০১৭১৫০৫৭৪৪০