নিজস্ব প্রতিবেদক :
রাজশাহীর পবা উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে চার প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছেন। এদিন আ’লীগ থেকে মনোনীত প্রার্থী পবা উপজেলা আ’লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা ইয়াসিন আলী ও বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী মামুনুর সরকার জেড।
বীর মুক্তিযোদ্ধা ইয়াসিন আলী পবা উপজেলা আ’লীগ সভাপতির দায়িত্ব পালন করছেন। অপরদিকে মামুনুর সরকার জেড বাংলাদেশ জাতীয়তাবাদী পবা থানা ছাত্রদলের সাবেক আহবায়ক, নওহাটা পৌর বিএনপি’র সাবেক সাধারণ সম্পাদক এবং বর্তমান আহŸায়ক কমিটির সদস্য। আজ বুধবার দুপুরে পবা উপজেলা নির্বাহী কর্মকর্তা শিমুল আকতার ও উপজেলা নির্বাচন কর্মকর্তা শহিদুল ইসলামের প্রার্থীরা তাদের মনোনয়নপত্র জমা দেন।
মনোনয়নপত্র জমার সময় ধানের শীষের প্রার্থী মামুনুর সরকার জেডের সাথে ছিলেন বিএনপি জাতীয় নির্বাহী কমিটির ত্রাণ ও পুনর্বাসন বিষয়ক সহ-সম্পাদক ও রাজশাহী মহানগর বিএনপি’র সাধারণ সম্পাদক এ্যাডভোকেট শফিকুল হক মিলন, জেলা বিএনপি’র সদস্য সচিব অধ্যাপক বিশ্বনাথ সরকার, বিএনপি নেতা আনোয়ার হোসেন উজ্জল, জেলা বিএনপি’র সদস্য শাহজাহান আলী, আব্দুর রাজ্জাক ও আলী হোসেন, পবা বিএনপি’র আহবায়ক সেলিম রেজা বাচ্চু, সদস্য সচিব মোজাফ্ফর রহমান, যুগ্ম আহŸায়ক নজরুল ইসলাম নজু, হুজরীপাড়া বিএনপি’র আহŸায়ক আবুল কালাম আজাদ, বড়গাছী ইউপি চেয়ারম্যান ও ইউনিয়ন বিএনপি’র আহŸায়ক সোহেল রানা, হড়গ্রাম ইউনিয়ন ইউনিয়ন বিএনপি’র আহŸায়ক আনারুল ইসলাম ও দর্শনপাড়া ইউনিয়ন বিএনপি’র আহŸায়ক আব্দুস সালাম, সাবেক ইউপি চেয়ারম্যান রমজান আলী। উপস্থিত ছিলেন, পবা যুবদলের আহŸায়ক সুলতান আহম্মেদ, যুগ্ম আহŸায়ক আকতারুজ্জামান, শফিকুল ইসলাম, আবুল কাশেম, মামুন আকতারুজ্জামান, নওহাটা পৌর যুবদলের যুগ্ম আহŸায়ক সুমন, মিজানুর রহমান মিলন, মিজানুর রহমান মিজান, পাবা উপজেলা ছাত্রদলের আহŸায়ক আল আমিন, সদস্য সচিব হাফিজুর রহমান ও নওহাটা পৌর ছাত্রদলের আহŸায়ক সোহেল রানাসহ জেলা, পৌরসভা, ইউনিয়ন ও ওয়ার্ড বিএনপি, অঙ্গ ও সহযোগি সংগঠনের অন্যান্য নেতাকর্মী উপস্থিত ছিলেন। আ’লীগ প্রার্থীর সাথে ছিলেন, পবা উপজেলা পরিষদ ভারপ্রাপ্ত চেয়ারম্যান আরজিয়া বেগম, পবা উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মোতাহার হোসেন, সাংগঠনিক আব্দুর রাজ্জাক, দপ্তর সম্পাদক আমিনুল ইসলাম, সহদপ্তর সম্পাদক সিদ্দিকুর রহমান, প্রচার সম্পাদক নজরুল ইসলাম, কৃষকলীগ সভাপতি ও পবা উপজেলা ভাইস চেয়ারম্যান ওয়াজেদ আলী খান প্রমুখ। এরআগে এই উপনির্বাচনে মনোনয়নপত্র দাখিল করেছে বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির রাজশাহী জেলা কমিটির সাধারণ সম্পাদক এসএম আশরাফুল হক ও বাংলাদেশ মুসলিম লীগ পার্টির আফজাল হোসেন।
চলতি মাসের ২৮ তারিখ রাজশাহীর পবা উপজেলা পরিষদের উপনির্বাচন। তফসিল মনোনয়নপত্র উত্তোলন ও দাখিল ছিল ৩ ফেব্রæয়ারী, মনোনয়ন বাছাই ৪ ফেব্রæয়ারী, প্রার্থীতা প্রত্যাহার ১১ ফেব্রæয়ারী ও ভোটগ্রহণ ২৮ ফেব্রæয়ারী। ২টি পৌরসভা ও ৮টি ইউনিয়ন নিয়ে গঠিত পবা উপজেলা। মোট ভোটার ২ লাখ ৪০ হাজার ৪৪৪জন। যার মধ্যে নারী ভোটার ১ লাখ ২০ হাজার ১৫৯ জন এবং পুরুষ ভোটার সংখ্যা ১ লাখ ২০ হাজার ২৮৫ জন। ভোট কেন্দ্র ৭৯টি এবং বুথসংখ্যা ৫৪৮।
এস/আর
উপদেষ্টা সম্পাদক: নজরুল ইসলাম জুলু, প্রকাশক ও সম্পাদক : নাজমুল ইসলাম জিম, অফিস : আর,ডি,এ মার্কেট ২য় তলা,সাহেব বাজার, ঘোড়ামারা, বোয়ালিয়া, রাজশাহী। ই-মেইল:- [email protected], মোবাইল: ০১৭১১-৯৪৩৪৭১, ০১৭১৫০৫৭৪৪০