নিজস্ব প্রতিবেদক :
রাজশাহীর পবায় ৪৪ পিস ইয়াবাসহ তিনজনকে আটক করেছে পুলিশ। গতকাল মঙ্গলবার দিবাগত রাতে পবা থানা পুলিশ তাদের নওহাটা খাদ্য গুদামের সামনে থেকে আটক করে। আটককৃতরা হলো, রাজশাহীর পবা থানার বাগধানি এলাকার জয়নাল আবেদীনের ছেলে সাজু (২৮), একই এলাকার মুনসুরের ছেলে দারেশ (২০) ও এয়ারপোর্ট থানার এনতাজুলের ছেলে সোহাগ (২১)। পবা থানার অফিসার ইনচার্জ ওসি এসএম মাসুদ পারভেজ জানান, গতকাল মঙ্গলবার রাতে পবা থানা পুলিশের একটি দল গোপন
সংবাদের ভিত্তিতে নওহাটা খাদ্য গুদামের সামনে অভিযান চালিয়ে ৪৪ পিস ইয়াবাসহ তিনজনকে আটক করে। আটক সোহাগের বিরুদ্ধে এর আগে পবা থানায় একটি মারামারি ও একটি ধর্ষণ চেষ্টার মামলা আছে। ইয়াবাসহ গ্রেফতারের পরে তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। আইন অনুযায়ী পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে বলে তিনি আরো জানান।
খবর ২৪ ঘণ্টা/এমকে
উপদেষ্টা সম্পাদক: নজরুল ইসলাম জুলু, প্রকাশক ও সম্পাদক : নাজমুল ইসলাম জিম, অফিস : আর,ডি,এ মার্কেট ২য় তলা,সাহেব বাজার, ঘোড়ামারা, বোয়ালিয়া, রাজশাহী। ই-মেইল:- [email protected], মোবাইল: ০১৭১১-৯৪৩৪৭১, ০১৭১৫০৫৭৪৪০