রাজশাহীর পুঠিয়ায় পনেরে দিনেও থেকে খোঁজ পাওয়া যায়নি গৃহবধূ মরিয়ম বেগমের (২২) । পুঠিয়ার ফকিরপাড়া স্বামীর বাড়ি থেকে উধাও হয় সে।
মরিয়মের স্বামী আবু তাহের জানায়, গত ০৯ নভেম্বর সন্ধ্যা সাতটার দিকে তার স্ত্রী মরিয়ম বাড়ি থেকে গোপনে চলে যায়। এসময় সে বাড়িতে ছিল না। বাড়িতে এসে স্ত্রীকে না পেয়ে আশেপাশে খোঁজার পর শশুর বাড়িতে খবর দেয় সে। মরিয়মকে খুঁজে না পেয়ে পরদিন ১০ নভেম্বর থানায় একটি জিডি করে তার বাবা বেলাল হোসেন। মরিয়ম উধাও হওয়ার পনেরো দিন অতিবাহিত হলেও আজও সন্ধান মেলেনি তার।
মরিয়মের বাবা বেলাল হোসেন জানায়, পারিবারিক ভাবে বিয়ে দেওয়া হয় তার। পনেরো দিন আগে স্বামীর বাড়ি থেকে চলে গেছে সে। কোথায় কিভাবে আছে জানিনা। তার কোনো খোঁজ মিলছে না। তাকে উদ্ধারে পুলিশের সাহায্য চেয়েছি।
থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সোহরাওয়ার্দী হোসেন বলেন, এব্যাপারে থানায় একটি জিডি হয়েছে। ওই মহিলার ফোন বন্ধ রয়েছে। তাকে খুঁজে বের করার চেষ্টা অব্যাহত রয়েছে।
বিএ/
উপদেষ্টা সম্পাদক: নজরুল ইসলাম জুলু, প্রকাশক ও সম্পাদক : নাজমুল ইসলাম জিম, অফিস : আর,ডি,এ মার্কেট ২য় তলা,সাহেব বাজার, ঘোড়ামারা, বোয়ালিয়া, রাজশাহী। ই-মেইল:- [email protected], মোবাইল: ০১৭১১-৯৪৩৪৭১, ০১৭১৫০৫৭৪৪০