নিজস্ব প্রতিবেদক : বৌভাতের অনুষ্ঠান শেষে বাবার বাড়ি ফেরার পথে নিখোঁজ নববধূ সুইটি খাতুন পুর্নির সন্ধান এখনো পাওয়া যায়নি। এখন পর্যন্ত কনেসহ আর তিনজন নিখোঁজ রয়েছে। কনে, কনের খালা ও এক শিশু। কনের সন্ধান না পাওয়া যাওয়ায় তার পরিবারে শোকের মাতম বইছে। তার পরিবারের লোকজন গত শুক্রবার রাত থেকে পদ্মা পাড়ে তার অপেক্ষায় পথচেয়ে রয়েছে। শনিবার রাত
সাড়ে ৮টায় এ রিপোর্ট লেখা পর্যন্ত তার সন্ধান পাওয়া যায়নি। উল্লেখ্য, পদ্মায় দুই নৌকা ডুবে যায়। নৌকা ডুবিতে ৩৫ জনের উপরে নিখোঁজ ছিল। সৌভাগ্যক্রমে বরও বেঁচে ও সুস্থ রয়েছে। কিন্ত সবার সন্ধান পাওয়া গেলেও এখনো কনেসহ তিনজনের সন্ধান পাওয়া যায়নি। এ পর্যন্ত ৬টি লাশ উদ্ধার করা হয়েছে। আর হাসপাতালে কয়েকজন চিকিৎসাধীন রয়েছে।
এমকে
উপদেষ্টা সম্পাদক: নজরুল ইসলাম জুলু, প্রকাশক ও সম্পাদক : নাজমুল ইসলাম জিম, অফিস : আর,ডি,এ মার্কেট ২য় তলা,সাহেব বাজার, ঘোড়ামারা, বোয়ালিয়া, রাজশাহী। ই-মেইল:- [email protected], মোবাইল: ০১৭১১-৯৪৩৪৭১, ০১৭১৫০৫৭৪৪০