নিজস্ব প্রতিবেদক : রাজশাহীর পদ্মায় নৌকাডুবির ঘটনায় নৌকার দুই মালিক ও মাঝিসহ তিনজনের বিরুদ্ধে মামলা দায়ের করেছে নৌপুলিশ। লাইফ জ্যাকেট বাধ্যতামূলকভাবে না পরিয়ে অবহেলার সাথে নৌকা চালানোয় রাজশাহী নৌপুলিশ ফাঁড়ির পক্ষ থেকে একজন কন্সটেবল বাদী হয়ে তিনজনকে আসামী করে মামলাটি দায়ের করেন । মামলার আসামীরা হলেন, নৌকার মালিক ইসা, মিলন ও নৌকার মাঝি সুমন। আজ শনিবার দুপুর ১২টার দিকে রাজশাহীর দামকুড়া থানায় মামলাটি দায়ের করা হয়।
এ তথ্য নিশ্চিত করে রাজশাহী নৌপুলিশ ফাঁড়ির ইনচার্জ মেহেদি মাসুদ বলেন, পদ্মায় নৌকা ভ্রমণে লাইফ জ্যাকেট বাধ্যতামূলক করা হলেও শুক্রবার তারা যাত্রীদের লাইফ জ্যাকেট না পরিয়েই নৌকা উঠান। অবহেলিত কাজের মাধ্যমে নৌকা ডুবায় মালিক ও মাঝির নামে মামলাটি দায়ের করা হয়েছে।
উল্লেখ্য, শুক্রবার বিকেল সাড়ে ৫টার দিকে ১৩ জন যাত্রী নিয়ে নৌকাডুবির ঘটনা ঘটে। পরে ১১ জন উদ্ধার হলেও বিশ্ববিদ্যালয় ছাত্রীসহ ২ জন নিখোঁজ রয়েছে। তাদের উদ্ধার ডুবুরি দলের অভিযান অব্যাহত রয়েছে।
এমকে
উপদেষ্টা সম্পাদক: নজরুল ইসলাম জুলু, প্রকাশক ও সম্পাদক : নাজমুল ইসলাম জিম, অফিস : আর,ডি,এ মার্কেট ২য় তলা,সাহেব বাজার, ঘোড়ামারা, বোয়ালিয়া, রাজশাহী। ই-মেইল:- [email protected], মোবাইল: ০১৭১১-৯৪৩৪৭১, ০১৭১৫০৫৭৪৪০