নিজস্ব প্রতিবেদক :
ভারত ফারাক্কার সবকটি গেট খুলে দেওয়ায় উজান থেকে আসা পদ্মার প্রবল স্রোতে ডুবতে বসেছে বিনোদন কেন্দ্র হিসেবে পরিচিত পাওয়া রাজশাহীর টি বাঁধ। গত মঙ্গলবার পদ্মায় বিপদ সীমার ৪৫ সেন্টিমিটার নিচ দিয়ে পানি প্রবাহিত হলেও বুধবার মাত্র ৩২ সেন্টিমিটার নিচ দিয়ে পানি প্রবাহিত হয়। আর প্রবল স্রোতের কারণে ঝুঁকির মধ্যে পড়েছে রাজশাহীর টি বাঁধটি। আর পানি উন্নয়ন বোর্ড এটি রক্ষায় ইতিমধ্যেই ৫০০ বস্তা জিও ব্যাগ ফেলেছে। রক্ষার চেষ্টা করলেও টি বাঁধ
ডুবার মত অবস্থায় চলে গেছে। আরো বেশি স্রোতে আসলে এটিও ডুবে যেতে পারে। বুধবার সরজমিনে গিয়ে এমন দৃশ্য দেখা যায়। টি বাঁধ ঝুঁকির মধ্যে থাকলেও পদ্মার স্রোত একনজর দেখতে ভিড় জমাচ্ছেন মানুষ। শুধু টি বাঁধ নয় পুলিশ লাইনের সামনের বাঁধ রক্ষায় দুই হাজার জিও ব্যাগ ফেলা হবে। তবে এমন স্রোত অসতে থাকলে কিছুটা সমস্যা হতে পারে। টি বাঁধটি কিছুটা দেবে
গেছে। রাজশাহী পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী শহিদুল আলম বলেন, বুধবার বেলা ১১ টায় বিপদসীমার ৩২ সেন্টিমিটার নিচ দিয়ে ১৮ দশমিক ১৮ মিটান পানি প্রবাহিত হয়। জিও ব্যাগ ফেলে রক্ষার চেষ্টা চলছে।
এস/আর
উপদেষ্টা সম্পাদক: নজরুল ইসলাম জুলু, প্রকাশক ও সম্পাদক : নাজমুল ইসলাম জিম, অফিস : আর,ডি,এ মার্কেট ২য় তলা,সাহেব বাজার, ঘোড়ামারা, বোয়ালিয়া, রাজশাহী। ই-মেইল:- [email protected], মোবাইল: ০১৭১১-৯৪৩৪৭১, ০১৭১৫০৫৭৪৪০