রাজশাহীর পদ্মা নদীতে গোসল করতে নেমে দুই কলেজ শিক্ষার্থী নিখোঁজ হয়েছেন।
পদ্মার চরে ফুটবল খেলা শেষে গোসল করতে নামলে এ দুর্ঘটনা ঘটে।
শনিবার (১০ জুন) আনুমানিক বেলা ১১টার দিকে নগরীর শ্রীরামপুর এলাকা সংলগ্ন পদ্মা নদীতে এ দুর্ঘটনা ঘটে।
রাজশাহী দমকল বাহিনীর সিনিয়র স্টেশন ম্যানেজার আব্দুর রউফ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
নিখোঁজ শিক্ষার্থীরা হলেন- রাজশাহী ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজের একাদশ শ্রেণির শিক্ষার্থী রিফাত খন্দকার ও সারওয়ার সাইম। তাদের দুথজনেই ১৭ বছর বয়সী। এদের মধ্যে রিফাত নগরীর দরগাপাড়ার মৃত খাজা মইউদ্দীনের ছেলে এবং সারোয়ার রাজশাহী বিশ্ববিদ্যালয় চারুকলা অনুষদ সংলগ্ন সাইদুর রহমানের ছেলে।
নিখোঁজ শিক্ষার্থীদের বন্ধু ইবনুল বলেন, ৯ বন্ধু মিলে তারা পদ্মার চরে ফুটবল খেলতে এসেছিলেন। খেলা শেষে বল নিয়ে নদীতে গোসল করতে নামেন তারা। তাদের কেউই ভালোমতো সাঁতার জানতো না। এক পর্যায়ে রিফাত ও সারওয়ার নদীতে তলিয়ে যান।
রাজশাহী দমকল বাহিনীর সিনিয়র স্টেশন ম্যানেজার আব্দুর রউফ বলেন, খবর পেয়ে দমকল বাহিনীর পাঁচজন ডুবুরি তাদের উদ্ধার কাজ শুরু করেছেন। নিখোঁজদের উদ্ধারে অভিযান অব্যাহত রয়েছে।
বিএ/
উপদেষ্টা সম্পাদক: নজরুল ইসলাম জুলু, প্রকাশক ও সম্পাদক : নাজমুল ইসলাম জিম, অফিস : আর,ডি,এ মার্কেট ২য় তলা,সাহেব বাজার, ঘোড়ামারা, বোয়ালিয়া, রাজশাহী। ই-মেইল:- [email protected], মোবাইল: ০১৭১১-৯৪৩৪৭১, ০১৭১৫০৫৭৪৪০