খবর ২৪ ঘণ্টা, বিনোদন ডেস্ক: মুক্তির একদিন আগেও বিতর্ক পিছু ছাড়ছে না ‘পদ্মাবত’-এর। গুজরাট, হরিয়ানা, রাজস্থান সহ উত্তর ও পশ্চিম ভারতের বেশ কিছু রাজ্যেই বিক্ষোভ দেখাচ্ছে কার্নি সেনা সদস্যরা। মূলত গুজরাটের একাধিক মাল্টিপ্লেক্সে ভাঙচুর চালিয়েছে বিক্ষুব্ধরা। অন্যদিকে, দিল্লি-জয়পুর জাতীয় সড়কেও চলছে অবরোধ। ইতিমধ্যেই ৪৮ জনের বেশি বিক্ষোভকারীকে আটক করেছে পুলিশ।
এত সবের মধ্যেও শান্তিপূর্ণ পরিস্থিতি পশ্চিমবঙ্গে। দেশের বাকি অংশের মতো এখানেও বুধবার ‘পদ্মাবত’ এর বিশেষ স্ক্রিনিং রয়েছে। সন্ধ্যা ৬টা থেকে প্রিমিয়ারের ব্যবস্থা করা হয়েছে INOX মাল্টিপ্লেক্সে। এছাড়াও লেক মল ও মেনকাতেও রয়েছে পেইড-প্রিমিয়ারের ব্যবস্থা। INOX মাল্টিপ্লেক্সের তরফে
জানানো হয়েছে, ‘আমরা এখনও পর্যন্ত কোনও অশান্তি আশা করছি না। নিরাপত্তা পর্যাপ্ত। ছবি নিয়ে অভূতপূর্ব সাড়া পেয়েছি শহরে।’
কলকাতা পুলিশের তরফেও আইন-শৃঙ্খলা নিয়ে আশ্বস্ত করা হয়েছে। লালবাজারের এক পদস্থ আধিকারিক জানিয়েছেন, 'এখানে ‘পদ্মাবত’ নিয়ে কোনও অশান্তি হবে বলে মনে হয় না। তবে আমাদের তরফে সবরকম ব্যবস্থা রয়েছে।' জানা গেছে, সব হল এবং মাল্টিপ্লেক্সের ভিতরে ও বাইরে পুলিশি ব্যবস্থা রয়েছে।
‘পদ্মাবত’ নাম পরিবর্তনের আগে ১ ডিসেম্বর মুক্তি পাওয়ার কথা ছিল সঞ্জয় লীলা বনসালির ‘পদ্মাবতী’। কিন্তু, দেশজুড়ে চলতে থাকা বিতর্কের জেরে তা পিছিয়ে যায়। সে সময় নভেম্বরে, পরিচালক ও ছবির পুরো টিমকেই কলকাতায় প্রিমিয়ারের জন্য আমন্ত্রণ জানিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মুখ্যমন্ত্রী বলেছিলেন, ‘ওনারা আসতে চাইলে, আমরা বিশেষ ব্যবস্থা করে দেব। বাংলা গর্বের সঙ্গে সঞ্জয় লীলা বনসালি ও টিম পদ্মাবতীকে স্বাগত জানাবে।’ এই সমর্থনের জন্য, তৃণমূল সুপ্রিমোকে 'সূর্পনখা' বানানোর হুমকিও দিয়েছিলেন এক বিজেপি নেতা। যদিও হরিয়ানার ওই নেতাকে পরে পদত্যাগে বাধ্য করে বিজেপি নেতৃত্ব।
খবর ২৪ ঘণ্টা.কম/ জন
উপদেষ্টা সম্পাদক: নজরুল ইসলাম জুলু, প্রকাশক ও সম্পাদক : নাজমুল ইসলাম জিম, অফিস : আর,ডি,এ মার্কেট ২য় তলা,সাহেব বাজার, ঘোড়ামারা, বোয়ালিয়া, রাজশাহী। ই-মেইল:- [email protected], মোবাইল: ০১৭১১-৯৪৩৪৭১, ০১৭১৫০৫৭৪৪০