খবর২৪ঘন্টা নিউজ ডেস্ক: করোনাভাইরাস (কোভিড-১৯) সংক্রমণ পরিস্থিতির কারণে যুগ্মসচিব পদে পদোন্নতি পাওয়া কর্মকর্তাদের জনপ্রশাসন মন্ত্রণালয়ে স্বশরীরে উপস্থিত হয়ে যোগদানপত্র দেওয়ার প্রয়োজন নেই।
পদোন্নতিপ্রাপ্ত কর্মকর্তাদের অনলাইনে যোগদানপত্র পাঠানোর নির্দেশনা দিয়েছে জনপ্রশাসন মন্ত্রণালয়। শনিবার এই নির্দেশনা দেওয়া হয়।
এতে বলা হয়, যুগ্মসচিব পদে সদ্য পদোন্নতিপ্রাপ্ত কর্মকর্তাদের জনপ্রশাসন মন্ত্রণালয়ে স্বশরীরে উপস্থিত হয়ে যোগদানপত্র দেওয়ার প্রয়োজন নেই। যোগদান পত্রটি ই-মেইলের মাধ্যমে [email protected] অথবা [email protected]তে পাঠানোর অনুরোধ করা হলো।
গতকাল শুক্রবার (৫ জুন) ১২৩ জন উপসচিবকে যুগ্মসচিব পদে পদোন্নতি দিয়ে জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে আদেশ জারি করা হয়।
খবর২৪ঘন্টা/নই
উপদেষ্টা সম্পাদক: নজরুল ইসলাম জুলু, প্রকাশক ও সম্পাদক : নাজমুল ইসলাম জিম, অফিস : আর,ডি,এ মার্কেট ২য় তলা,সাহেব বাজার, ঘোড়ামারা, বোয়ালিয়া, রাজশাহী। ই-মেইল:- [email protected], মোবাইল: ০১৭১১-৯৪৩৪৭১, ০১৭১৫০৫৭৪৪০