খবর২৪ঘণ্টা.কম, ডেস্ক: পদত্যাগ করেছেন পেরুর প্রেসিডেন্ট পেদরো পাবলো কুসিনিস্কি। ভোট কারচুপির অভিযোগ ওঠার পর তিনি পদ ছেড়ে দেন বলে জানিয়েছে বার্তা সংস্থা বিবিসি।
যদিও তার বিরুদ্ধে ওঠা অভিযোগ অস্বীকার করেছেন পেদরো পাবলো কুসিনিস্কি। বুধবার তিনি সাংবাদিকদের সামনে বলেন, দেশের উন্নয়নের পথে বাধা হতে চান না।
পরে কংগ্রেসে দলের নেতারা প্রেসিডেন্টের পদত্যাগপত্র গ্রহণ করতে একমত হন। স্থানীয় সময় বৃহস্পতিবার তিনি অভিশংসন ভোটের মুখোমুখি হন।
২০১৬ সালে প্রেসিডেন্ট নির্বাচনে জয়ী হয়ে পেরুর ক্ষমতায় আসেন পাবলো কুসিনিস্কি।
খবর২৪ঘণ্টা.কম/রখ
উপদেষ্টা সম্পাদক: নজরুল ইসলাম জুলু, প্রকাশক ও সম্পাদক : নাজমুল ইসলাম জিম, অফিস : আর,ডি,এ মার্কেট ২য় তলা,সাহেব বাজার, ঘোড়ামারা, বোয়ালিয়া, রাজশাহী। ই-মেইল:- [email protected], মোবাইল: ০১৭১১-৯৪৩৪৭১, ০১৭১৫০৫৭৪৪০