পত্নীতলায় মোটরসাইকেলের ধাক্কায় শিশু আহতের ঘটনায় স্থানীয় কিছু যুবক মাটরসাইকেলটি পুড়িয়ে দিয়েছে । এ ঘটনায় মোটরসাইকল আরোহী রুবেল হোসেন পত্নীতলা থানায় লিখিত অভিযাগ দায়ের করে।
থানায় অভিযোগ সুত্রে জানাগেছে, উপজেলা শিহাড়া ইউপির আম্ত এলাকার জৈনক রুবেল হোসেন ও তার মা মর্জিনা বেগম মোটরসাইকেল যোগে কাঁচা বাজারের সামনে রাস্তায় একটি বাচ্চা রাস্তা পারা-পারের সময় তার মোটরসাইকেল সাথে ধাক্কা লাগে। এ সময় স্থানীয় কিছু যুবক রাসেল হক, মাসুদ রানা ও হাসান এর নেতৃত্বে আরো বেশ কয়েকজন মোটরসাইকের আরোহী রুবেল হোসেনকে আটকিয়ে গালাগালি শুরু করে, পরে এলোপাতাড়ী ভাবে কিলঘুষি ও লাথি মেরে আহত করে এবং মোটরসাইকলটিতে আগুন ধরিয়ে দেয়। এসময় রুবেল হোসেন ও তার মায়ের চিৎকারে এবং আগুন জ্বলতে দেখে স্থানীয় লোকজন এগিয়ে আসলে তারা পালিয়ে যায়।
এব্যাপার তদন্তকারী কর্মকর্তা পত্নীতলা থানার এসআই রমজান আলী জানান এ বিষয়ে রুবেল হোসেন থানায় একটি অভিযোগ দায়ের করেছে, বিষয়টি তদন্তাধীন রয়েছে। তদন্ত শেষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করা হবে।
বিএ/
উপদেষ্টা সম্পাদক: নজরুল ইসলাম জুলু, প্রকাশক ও সম্পাদক : নাজমুল ইসলাম জিম, অফিস : আর,ডি,এ মার্কেট ২য় তলা,সাহেব বাজার, ঘোড়ামারা, বোয়ালিয়া, রাজশাহী। ই-মেইল:- [email protected], মোবাইল: ০১৭১১-৯৪৩৪৭১, ০১৭১৫০৫৭৪৪০