খবর২৪ঘণ্টা.কম, ডেস্ক: পটুয়াখালীর কলাপাড়া উপজেলার আলীপুরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে জাকিয়া বেগম (৩৫) নামে এক মা ও তার ৪ বছরের ছেলে সিয়াম নিহত হয়েছে। এ ঘটনায় ১২ বছরের অপর ছেলে রাজু গুরুতর আহত হয়েছে।
বৃহস্পতিবার (৩ মে) বেলা সাড়ে ১১ টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
হতাহতরা উপজেলার ধুলাসার ইউনিয়নের চর চাপলী গ্রামের বাসিন্দা বশির হাওলাদারের স্ত্রী-সন্তান। আহত রাজুকে উদ্ধার করে কুয়াকাটা ২০ শয্যা বিশিস্ট হাসপাতালে ভর্তি করা হয়েছে।
নিহতদের পরিবার ও প্রতিবেশীদের সূত্র জানা যায়, বশির হাওলাদার পেশায় একজন মাছ ব্যবসায়ী। তিনি লতাচাপলী ইউনিয়নের আলীপুরে নাছির মিয়ার ঘর ভাড়া করে পরিবার-পরিজন নিয়ে থাকেন। বাসার বৈদ্যুতিক তারের সমস্যা দেখা দিলে বৃহস্পতিবার বেলা সাড়ে ১১ টার দিকে প্রথমে শিশু সন্তান সিয়াম বিদ্যুৎস্পৃষ্ট হয়। এসময় তাকে উদ্ধার করতে গিয়ে মা জাকিয়া বেগম ও পরে রাজু বিদ্যুৎস্পৃষ্ট হয়।
তাৎক্ষণিক তাদের উদ্ধার করে কুয়াকাটা ২০ শয্যা বিশিস্ট হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক মা ও শিশু সন্তানকে মৃত ঘোষণা করেন।
বাড়ির মালিক মো. আনছার উদ্দিন মোল্লা মা ও ছোট ছেলের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন, দুর্ঘটনার সময় বিদ্যুতের তারে সমস্যার কারণে পুরো টিনসেড বাসা বিদ্যুতায়িত হয়ে পড়ে।
মহিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
খবর২৪ঘণ্টা.কম/নজ
উপদেষ্টা সম্পাদক: নজরুল ইসলাম জুলু, প্রকাশক ও সম্পাদক : নাজমুল ইসলাম জিম, অফিস : আর,ডি,এ মার্কেট ২য় তলা,সাহেব বাজার, ঘোড়ামারা, বোয়ালিয়া, রাজশাহী। ই-মেইল:- k24ghonta@gmail.com, মোবাইল: ০১৭১১-৯৪৩৪৭১, ০১৭১৫০৫৭৪৪০