খবর২৪ঘন্টা নিউজ ডেস্ক: দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মুক্তির দাবিতে দুপুরে বিক্ষোভ মিছিলের কথা থাকলেও এখন পর্যন্ত ডিএমপির পক্ষ থেকে কোনো অনুমতি পায়নি বিএনপি। অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে বাড়তি পুলিশ মোতায়েন করা হয়েছে।
খালেদা জিয়ার মুক্তির দাবিতে পূর্বঘোষিত বিক্ষোভ কর্মসূচি পালনের প্রস্তুতি নিচ্ছে দলটি।
পূর্ব ঘোষণা অনুযায়ী শনিবার দুপুরে বিএনপির বিক্ষোভ কর্মসূচি হওয়ার কথা। বিক্ষোভ পালনে পুলিশি অনুমতি চাইলেও এখনো পর্যন্ত অনুমতি দেয়া হয়নি বলে বিএনপির পক্ষ থেকে জানানো হয়েছে। বিক্ষোভ উপলক্ষে সকাল থেকেই নয়াপল্টনে অতিরিক্ত পুলিশ লক্ষ্য করা যাচ্ছে। পুলিশ বলছে, নিরাপত্তা জোরদারে এ ব্যবস্থা নেওয়া হয়েছে।
এদিকে কর্মসূচিতে যোগ দিতে রাজধানীর বিভিন্ন এলাকা থেকে নেতাকর্মীরা কেন্দ্রীয় কার্যালয়ে জড়ো হচ্ছেন।
বিএনপির প্রচার সম্পাদক শহীদ উদ্দিন চৌধুরী এ্যানী জানান, বিক্ষোভ মিছিল করার জন্য ঢাকা মেট্রোপলিটন পুলিশ কমিশনারকে জানানো হয়েছে। তিনি শনিবার ১০টায় এবিষয়ে জানানোর কথা ছিল। কিন্তু এখনও কিছু জানানো হয়নি।
দলের ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু জানান, তারা শুনেছেন কর্মসূচিতে পুলিশ বাধা দিতে পারে। তবে তারা এখনও কর্মসূচি বাতিল করিনি।
এ বিষয়ে পল্টন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু বকর সিদ্দিক বলেন, ‘পল্টনে একটি দলের সমাবেশের কথা রয়েছে। তারা পুলিশ কমিশনারের থেকে অনুমতি নেয়নি। রাস্তায় সভা সমাবেশ করতে হলে অনুমতির প্রয়োজন পরে। তাই যে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা যাতে না ঘটে সেজন্য আমরা নিরাপত্তা জোরদার করেছি।’
খবর২৪ঘন্টা/নই
উপদেষ্টা সম্পাদক: নজরুল ইসলাম জুলু, প্রকাশক ও সম্পাদক : নাজমুল ইসলাম জিম, অফিস : আর,ডি,এ মার্কেট ২য় তলা,সাহেব বাজার, ঘোড়ামারা, বোয়ালিয়া, রাজশাহী। ই-মেইল:- [email protected], মোবাইল: ০১৭১১-৯৪৩৪৭১, ০১৭১৫০৫৭৪৪০