নিজস্ব প্রতিবেদক :
রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন বলেছেন, ‘রাজশাহীসহ দেশের উন্নয়নের ধারাবাহিকতা অব্যহত রাখতে নৌকাকে বারবার নির্বাচিত করতে হবে।’ আজ রোববার দুপুরে মহানগরীর শিরোইল কলোনী উচ্চ বিদ্যালয়ের একাডেমিক ভবনের ৪র্থ ও ৫ম তলার ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।মেয়র লিটন বলেন, শেখ হাসিনা সরকার দেশে সার্বিক দিক দিয়ে উন্নয়ন করছেন। এই সরকারের অন্যতম অগ্রাধিকার খাত হচ্ছে শিক্ষা। কেউ যেন শিক্ষা থেকে বঞ্চিত না হয়, সেই পবিত্র দায়িত্ব পালন করছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি আরো বলেন, আগামী জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগ
সরকারকে আবারো ক্ষমতায় আনুন। বঙ্গবন্ধুর নৌকা, উন্নয়নের নৌকাকে বিজয়ী করুন। নগরীর উন্নয়নে যতগুলো প্রতিশ্রুতি দিয়েছি সব বাস্তবায়ন করবো। শিক্ষাবান্ধব, পরিবেশবান্ধব, কর্মসংস্থানবান্ধব নগরী উপহার দিবো। অনুষ্ঠানে প্রধান আলোচকের বক্তব্যে সংসদ সদস্য ফজলে হোসেন বাদশা।শিরোইল কলোনী উচ্চ বিদ্যালয়ের পরিচালনা পর্ষদের সভাপতি সৈয়দ আখতারুল আলমের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন বাংলাদেশ শিক্ষ-কর্মচারী ফ্রন্টের আহ্বায়ক অধ্যক্ষ শফিকুর রহমান বাদশা, ১৯নং ওয়ার্ড কাউন্সিলর তৌহিদুল হক সুমন, সংরক্ষিত আসনের কাউন্সিলর উম্মে সালমা বুলবুলি, শিরোইল কলোনী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা নিরঞ্জন প্রামাণিক প্রমুখ।
খবর ২৪ ঘণ্টা/এমকে
উপদেষ্টা সম্পাদক: নজরুল ইসলাম জুলু, প্রকাশক ও সম্পাদক : নাজমুল ইসলাম জিম, অফিস : আর,ডি,এ মার্কেট ২য় তলা,সাহেব বাজার, ঘোড়ামারা, বোয়ালিয়া, রাজশাহী। ই-মেইল:- [email protected], মোবাইল: ০১৭১১-৯৪৩৪৭১, ০১৭১৫০৫৭৪৪০