খবর২৪ঘণ্টা, ডেস্ক: বেগমগঞ্জ উপজেলার ফেনী-নোয়াখালী আঞ্চলিক মহাসড়কে যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে ২জন যাত্রী নিহত ও ১৮যাত্রী আহত হয়েছে। বুধবার দিবাগত রাত ১০টার দিকে চৌমুহনী বড়পোল এলাকায় এই দূর্ঘটনা ঘটে।
স্থানীয় সূত্র জানায়, রাতে সোনাপুর থেকে ফেনীর উদ্দেশ্যে সুগন্ধা সার্ভিসের একটি যাত্রীবাহী বাস ছেড়ে যায়। পথে বাসটি ফেনী-নোয়াখালী আঞ্চলিক মহাসড়কের বড় পোল এলাকায় পৌঁছলে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলে অজ্ঞাত ২জন পুরুষ যাত্রী নিহত ও অন্তত ১৮জন আহত হয়েছে। খবর পেয়ে বেগমগঞ্জ থানা, চৌমুহনী হাইওয়ে পুলিশ ও চৌমুহনী ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে ভর্তি করে।
বেগমগঞ্জ থানার ওসি ফিরোজ আলম মোল্লা বিষয়টি নিশ্চিত করে জানান, ঘটনাস্থল থেকে দুই জনের লাশ উদ্ধার করা হয়েছে। আহত কয়েকজনের অবস্থা আশংকাজনক।
খবর ২৪ঘণ্টা/ জেএন
উপদেষ্টা সম্পাদক: নজরুল ইসলাম জুলু, প্রকাশক ও সম্পাদক : নাজমুল ইসলাম জিম, অফিস : আর,ডি,এ মার্কেট ২য় তলা,সাহেব বাজার, ঘোড়ামারা, বোয়ালিয়া, রাজশাহী। ই-মেইল:- [email protected], মোবাইল: ০১৭১১-৯৪৩৪৭১, ০১৭১৫০৫৭৪৪০