দলের পক্ষ থেকে কারণ দর্শানোর নোটিশ পাওয়ার পর সংবাদ সম্মেলন ডেকেছেন বিএনপির ভাইস-চেয়ারম্যান অবসরপ্রাপ্ত মেজর হাফিজ উদ্দিন আহমেদ। আগামী শনিবার বেলা ১১টায় তার বনানীর বাসভবনে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে।
বৃহস্পতিবার (১৭ ডিসেম্বর) দুপুরে তিনি বিষয়টি নিশ্চিত করেছেন। সম্প্রতি দলীয় হাইকমান্ড নিয়ে গণমাধ্যমে নিজস্ব মতামত তুলে ধরেন হাফিজ উদ্দিন আহমেদ। এ নিয়ে দলের মধ্যে তীব্র সমালোচনা শুরু হয়েছে।
সর্বশেষ আন্তর্জাতিক মানবাধিকার দিবসে পল্টনে সরকারবিরোধী বিক্ষোভ অনুষ্ঠিত হয়। তাতে বিএনপি ভাইস চেয়ারম্যান সাংবাদিক নেতা শওকত মাহমুদসহ বিএনপিপন্থী হিসেবে পরিচিত এবং কয়েকজন জড়িত রয়েছে বলে দল প্রমাণ পায়। এর প্রেক্ষিতে বিষয়গুলোকে দলীয় শৃঙ্খলা পরিপন্থী অভিহিত করে মেজর অবসরপ্রাপ্ত হাফিজ এবং শওকত মাহমুদকে কারণ দর্শানোর নোটিশ দেয়া হয়। এ নিয়ে হাফিজ উদ্দিন আহমেদ শনিবার গণমাধ্যমের মুখোমুখি হয়ে তার অবস্থান স্পষ্ট করবেন। তবে শওকত মাহমুদ বিষয়টি নিয়ে এখনও মন্তব্য করেন নি।
জেএন
উপদেষ্টা সম্পাদক: নজরুল ইসলাম জুলু, প্রকাশক ও সম্পাদক : নাজমুল ইসলাম জিম, অফিস : আর,ডি,এ মার্কেট ২য় তলা,সাহেব বাজার, ঘোড়ামারা, বোয়ালিয়া, রাজশাহী। ই-মেইল:- [email protected], মোবাইল: ০১৭১১-৯৪৩৪৭১, ০১৭১৫০৫৭৪৪০