খবর২ ৪ঘণ্টা, ডেস্ক: নেপালের কর্মকর্তারা রোববার জানিয়েছেন, সেখানে একটি বাস নদীতে পড়ে গেলে সাত শিশুসহ ১৭ জন নিহত হয়েছে। রাজধানী কাঠমান্ডুর উত্তরপশ্চিমাঞ্চলীয় সিন্ধুপালচক জেলায় এই দুর্ঘটনা ঘটেছে। বাসটি রাস্তা থেকে ছিটকে গেলে সুনকোশি নদীতে পড়ে যায় এবং ৫০ মিটার গভীরে ডুবে যায়।
জেলার একজন কর্মকর্তা গোমা দেবী চেমজং বার্তা সংস্থা এএফপিকে জানিয়েছেন, এখন পর্যন্ত ১৭ জনের মৃত্যু নিশ্চিত হওয়া গেছে। এছাড়া গাড়ির চালকসহ ৪৮ জন আহত ব্যক্তিকে চিকিৎসা দেয়া হচ্ছে।
উদ্ধারকাজে পুলিশ ও সেনাবাহিনীকে সহায়তা করছে স্থানীয়রা। তবে কয়েকজন যাত্রী নিখোঁজ হওয়ার আশঙ্কা প্রকাশ করেছেন কর্মকর্তারা।
চেমজং বলেন, কতজন নিখোঁজ রয়েছেন তা নিশ্চিত করে বলা যাচ্ছে না। কারণ ওই বাসটিতে কতজন যাত্রী ছিলেন তার কোনও রেকর্ড নেই। তবে কী কারণে ওই বাসটি দুর্ঘটনার কবলে পড়েছে তা নিশ্চিত করে বলতে পারেনি কর্তৃপক্ষ।
খারাপ রাস্তা, গাড়ির বাজে কন্ডিশন ও বেপরোয়া ড্রাইভিংয়ের কারণে নেপালে প্রায়ই দুর্ঘটনা ঘটে থাকে। গত মাসেই এ ধরনের আরেকটি ঘটনায় ১১ জন নিহত হয়। ওই বাসটি নদীতে পড়ে আরও শতাধিক ব্যক্তি আহত হয়।
খবর ২৪ঘণ্টা/ জেএন
উপদেষ্টা সম্পাদক: নজরুল ইসলাম জুলু, প্রকাশক ও সম্পাদক : নাজমুল ইসলাম জিম, অফিস : আর,ডি,এ মার্কেট ২য় তলা,সাহেব বাজার, ঘোড়ামারা, বোয়ালিয়া, রাজশাহী। ই-মেইল:- [email protected], মোবাইল: ০১৭১১-৯৪৩৪৭১, ০১৭১৫০৫৭৪৪০