নিজস্ব প্রতিবেদক :
নেপালে দুর্ঘটনার কবলে পড়া বিমানে ছিলেন রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সায়েন্স বিভাগের সহকারী অধ্যাপক ইমরানা কবির হাসি ও তার স্বামী প্রকৌশলী রকিবুল হাসান। সহকারী অধ্যাপক ইমরানা কবির হাসি নেপালের একটি হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন রয়েছেন বলে রুয়েট সূত্র জানিয়েছে।
হাসি রাজশাহী মহানগরীর তালাইমারী এলাকায় একটি ভাড়া বাসায় একাই থাকতেন। তার স্বামী রকিবুল ঢাকার আসাদ গেটে অবস্থিত একটি সফটওয়ার ফার্মে চাকুরী করেন। ভ্রমন প্রিয় হাসি ১৫ দিনের ছুটিতে স্বামীর সাথে নেপাল ভ্রমনে গিয়েছিলেন বলে জানান তার প্রতিবেশী ও সহকর্মীরা।
রুয়েটের জনসংযোগ দপ্তরের সহকারী পরিচালক গোলাম মূর্তজা বলেন, রুয়েট শিক্ষক তার স্বামীসহ চিকিৎসাধীন রয়েছে বলে জানান।
খবর২৪ঘণ্টা/এমকে
উপদেষ্টা সম্পাদক: নজরুল ইসলাম জুলু, প্রকাশক ও সম্পাদক : নাজমুল ইসলাম জিম, অফিস : আর,ডি,এ মার্কেট ২য় তলা,সাহেব বাজার, ঘোড়ামারা, বোয়ালিয়া, রাজশাহী। ই-মেইল:- [email protected], মোবাইল: ০১৭১১-৯৪৩৪৭১, ০১৭১৫০৫৭৪৪০