খবর২৪ঘন্টা নিউজ ডেস্ক: পূর্বশত্রুতার জের ধরে নেত্রকোনার কেন্দুয়া উপজেলায় রিপন মিয়া (৩৫) নামে এক যুবককে কুপিয়ে হত্যা করেছে প্রতিপক্ষের লোকজন। শুক্রবার (১৩ মার্চ) দিবাগত রাতে উপজেলার রাজঘাট এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত রিপন মিয়া কেন্দুয়া উপজেলার জল্লী গ্রামের মৃত সনজু মিয়ার ছেলে। তিনি মনোহারি ব্যবসায়ী ছিলেন।
স্থানীয়রা জানান, দীর্ঘদিন ধরে মনোহারি ব্যবসায়ী রিপন মিয়ার সঙ্গে একই গ্রামের মন্নাক ও তার পরিবারের সদস্যদের দ্বন্দ্ব চলে আসছিল। এরই জের ধরে শুক্রবার রাতে রিপন স্থানীয় একটি বাজার থেকে মোটরসাইকেলে করে বাড়ি ফেরার পথে রাজঘাট এলাকায় প্রতিপক্ষের লোকজন তার গতিরোধ করে। তারা ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে রিপনকে মারাত্মক জখম করে। পরে স্থানীয় লোকজন আহত রিপনকে উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে সেখানে তার মৃত্যু হয়।
এ বিষয়ে কেন্দুয়া থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ রাশেদুজ্জামান বলেন, ঘটনাস্থল পরিদর্শন করেছি। এলাকায় পুলিশ মোতায়েন রয়েছে। এ ঘটনায় অভিযোগের ভিত্তিতে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।
খবর২৪ঘন্টা/নই
উপদেষ্টা সম্পাদক: নজরুল ইসলাম জুলু, প্রকাশক ও সম্পাদক : নাজমুল ইসলাম জিম, অফিস : আর,ডি,এ মার্কেট ২য় তলা,সাহেব বাজার, ঘোড়ামারা, বোয়ালিয়া, রাজশাহী। ই-মেইল:- [email protected], মোবাইল: ০১৭১১-৯৪৩৪৭১, ০১৭১৫০৫৭৪৪০