ময়মনসিংহ-নেত্রকোণা মহাসড়কে ট্রাক-অটোরিকশা মুখোমুখি সংঘর্ষে ৩যাত্রী নিহত হয়েছেন। রোববার রাতে গৌরীপুর উপজেলার বেলতলী নামক স্থানে এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী সূত্র জানায়, অটোরিকশাটি ময়মনসিংহ থেকে নেত্রকোনা যাচ্ছিল। পথে গৌরীপুর উপজেলার বেলতলী এলাকায় সড়কে দাঁড়িয়ে থাকা একটি ট্রাককে পাশ কাটাতে যায় অটোরিকশাটি। তখন সামনের দিক থেকে আসা একটি ট্রাক চাপা দিলে অটোরিকশাটি দুমড়েমুচড়ে যায়। ঘটনাস্থলেই অটোরিকশায় থাকা তিন যাত্রী নিহত হন।
গৌরীপুর থানার অফিসার ইনচার্জ মো. বোরহান উদ্দিন নিহতের বিষয়টি নিশ্চিত করে জানান, নিহতের পরিচয় এখনো জানা যায়নি।
জেএন
উপদেষ্টা সম্পাদক: নজরুল ইসলাম জুলু, প্রকাশক ও সম্পাদক : নাজমুল ইসলাম জিম, অফিস : আর,ডি,এ মার্কেট ২য় তলা,সাহেব বাজার, ঘোড়ামারা, বোয়ালিয়া, রাজশাহী। ই-মেইল:- [email protected], মোবাইল: ০১৭১১-৯৪৩৪৭১, ০১৭১৫০৫৭৪৪০