স্পোর্টস ডেস্ক: আগের ম্যাচে লাল কার্ড দেখায় এদিন খেলতে পারেননি দলের সেরা তারকা নেইমার। তবে ব্রাজিলিয়ান ফরোয়ার্ডের অভাব বুঝতেই দেননি এমবাপ্পে-ইকার্দিরা। দিজোঁর বিপক্ষে ৪-০ পিএসজির ব্যবধানে জয় পাওয়া ম্যাচে জোড়া গোল করেন কিলিয়ান এমবাপ্পে। আর একটি করে গোল করেন পাবলো সারাবিয়া ও মাউরো ইকার্দি।
ঘরের মাঠ পার্ক দেস প্রিন্সেসে এদিন তৃতীয় মিনিটেই সারাবিয়ার গোলে এগিয়ে যায় পিএসজি। যদিও প্রথমার্ধ আর কোনো গোল হয়নি। বিরতি থেকে ফিরে ৭৪তম মিনিটে ইউলিয়ান ড্রাক্সলারের পাস থেকে ব্যবধান বাড়ান এমবাপ্পে। দুই মিনিট পর এমবাপ্পের সহায়তাই ব্যবধান ৩-০ করেন আর্জেন্টাইন স্ট্রাইকার ইকার্দি।
পরে যোগ করা সময়ে দিজোঁর কফিনে শেষ পেরেকটি ঠুকে নিজের জোড়া গোল পূর্ণ করেন ফরাসি তারকা এমবাপ্পে। চলতি মৌসুমে লিগে এটি তার ১৮গম গোল।
লিগে ২৭ ম্যাচে ২২ জয় ও দুই ড্রয়ে ৬৮ পয়েন্ট নিয়ে শীর্ষস্থান আরও মজবুত করল পিএসজি। দ্বিতীয়স্থানে থাকা মার্সেই সমান ম্যাচে ৫৫ পয়েন্ট সংগ্রহ করেছে।
খবর২৪ঘন্টা/নই
উপদেষ্টা সম্পাদক: নজরুল ইসলাম জুলু, প্রকাশক ও সম্পাদক : নাজমুল ইসলাম জিম, অফিস : আর,ডি,এ মার্কেট ২য় তলা,সাহেব বাজার, ঘোড়ামারা, বোয়ালিয়া, রাজশাহী। ই-মেইল:- [email protected], মোবাইল: ০১৭১১-৯৪৩৪৭১, ০১৭১৫০৫৭৪৪০