ভারতের পশ্চিমবঙ্গের এই সময়ের দুই জনপ্রিয় অভিনেত্রী নুসরাত জাহান ও মিমি চক্রবর্তীর সম্পর্কে ফাটল দেখা দিয়েছে। তাদের বন্ধুত্ব এতোটাই ঘনিষ্ঠ ছিল যে, একে অপরকে ‘বোনুয়া’ বলে ডাকতেন তারা। সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে নুসরাত-মিমির একটি পোস্ট। যা নিয়ে চলছে নানা জল্পনা-কল্পনা। তাদের বন্ধুত্ব ভেঙে গেছে বলে মনে করছেন ভক্তরা।
আরো পড়ুন : বিয়ে ভাঙার গুঞ্জনের মধ্যেই সদ্যোজাত সন্তান নিয়ে হাজির শ্রাবন্তী!
কিন্তু কী পোস্ট করেছেন নুসরাত-মিমি? ইনস্টাগ্রাম স্টোরিতে একটি মিম শেয়ার করেন মিমি। যেখানে লেখা ছিলো, ‘সমস্যাটা হলো মানুষ সততার পথে থাকলে, সে সকলের কাছে অপ্রিয় হয়ে ওঠে। আবার মিথ্যাচার করলে সকলের প্রিয় হয়।’
কী কারণে মিমি ইনস্টাগ্রাম স্টোরিতে এ কথা লিখলেন তা স্পষ্ট নয়। তারই মাঝে পাল্টা ইনস্টাগ্রাম স্টোরিতে পোস্ট করেন নুসরাত। যেখানে লেখা ছিল, ‘কিছু মানুষ সামান্য স্পটলাইটের জন্য অবলীলায় দীর্ঘ সময়ের বন্ধুকেও ঠকাতে পারে। এছাড়াও আরেকটি পোস্ট করেন নুসরাত। তাতে লেখা ছিল, ‘জীবনে কে তোমার সামনে সততা দেখাল? সেটা গুরুত্বপূর্ণ নয়। কে তোমার অনুপস্থিতিতেও সততা দেখাবে, সেটাই আসল।’
জেএন
উপদেষ্টা সম্পাদক: নজরুল ইসলাম জুলু, প্রকাশক ও সম্পাদক : নাজমুল ইসলাম জিম, অফিস : আর,ডি,এ মার্কেট ২য় তলা,সাহেব বাজার, ঘোড়ামারা, বোয়ালিয়া, রাজশাহী। ই-মেইল:- [email protected], মোবাইল: ০১৭১১-৯৪৩৪৭১, ০১৭১৫০৫৭৪৪০