নিয়োগে নিষেধাজ্ঞা প্রত্যাহারের আশ্বাসে রাবি ছাত্রলীগের আন্দোলন স্থগিত - খবর ২৪ ঘণ্টা
প্রিন্ট এর তারিখঃ ডিসেম্বর ২৫, ২০২৪, ৭:৫৫ পি.এম || প্রকাশের তারিখঃ জানুয়ারী ১৩, ২০২১, ৭:১০ পি.এম
নিয়োগে নিষেধাজ্ঞা প্রত্যাহারের আশ্বাসে রাবি ছাত্রলীগের আন্দোলন স্থগিত
রাবি প্রতিনিধি:
রাজশাহী বিশ্ববিদ্যালয়ে 'চাকরি প্রত্যাশী' ছাত্রলীগ নেতাকর্মীরা তাদের আন্দোলন স্থগিত করেছে। বুধবার দুপুরে উপাচার্য অধ্যাপক এম আব্দুস সোবহানের সঙ্গে মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ডাবলু সরকারের বৈঠক শেষে এ সিদ্ধান্ত জানানো হয়।
এ বিষয়ে উপাচার্য বলেন, "বিশ্ববিদ্যালয় প্রশাসন ও স্থানীয় রাজনৈতিক নেতারা শিক্ষামন্ত্রনালয়ের নিয়োগে নিষেধাজ্ঞা প্রত্যাহারে কাজ করবেন, এমন আশ্বাসে চাকরি প্রত্যাশীরা আন্দোলন স্থগিত করেছে"।
বৈঠক শেষে ডাবলু সরকার বলেন, আজকের আলোচনা ফলপ্রসূ হয়েছে। তারা আন্দোলন স্থগিত করেছে।
তিনি আরও জানান, বিশ্ববিদ্যালয় প্রশাসন, সিটি মেয়র, স্থানীয় সাংসদ ও রাজনৈতিক নেতারা শিক্ষা মন্ত্রণালয়ের নিষেধাজ্ঞা বাতিলে কাজ করবে।
গত সোমবার রাতে উপাচার্যের বাসভবনের গেটে তালা লাগিয়ে আন্দোলন শুরু করে তারা। এরপর মঙ্গলবার সকালে বিশ্ববিদ্যালয়ের প্রশাসন ভবনের গেটে তালা লাগিয়ে দেয়। এর ফলে মঙ্গলবার ও বুধবার বিশ্ববিদ্যালয়ের প্রশাসন ভবনের সকল কার্যক্রম বন্ধ থাকে।
প্রসঙ্গত, গত ১০ ডিসেম্বর শিক্ষা মন্ত্রণালয়ের একজন সচিব চিঠির মাধ্যমে রাবিতে সব ধরনের নিয়োগ স্থগিত রাখার নির্দেশনা দেন।
এস/আর
উপদেষ্টা সম্পাদক: নজরুল ইসলাম জুলু, প্রকাশক ও সম্পাদক : নাজমুল ইসলাম জিম, অফিস : আর,ডি,এ মার্কেট ২য় তলা,সাহেব বাজার, ঘোড়ামারা, বোয়ালিয়া, রাজশাহী। ই-মেইল:- [email protected], মোবাইল: ০১৭১১-৯৪৩৪৭১, ০১৭১৫০৫৭৪৪০